Aj Saone Sarabela Harmonium Tutorial
আজ শাওনে সারাবেলা আজকে শাওনে
সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে ওই মেঘদল ঢালবে বলে মায়ের চরণে।। আজ ভুবন মুখর করে মা এসেছেন ঘরে আয় ছুটে আয় আয়রে সবাই তার চরণ বন্দনে।। এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে (আজ) জীবন সফল হবে সবার মায়ের আরাধনে।। আনন্দেরি ধারা আজ বইছে আপারা সে আনন্দে ভাগ নিবি আয় মায়ের অঙ্গনে ।। আয়রে বিশ্ববাসী আনরে কুসুমরাশি (মোরা) মায়ের চরণ করব পূজা আত্মনিবেদনে।।
Comments
Post a Comment