Skip to main content

Posts

Showing posts from February 28, 2021

শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র - শিখা চক্রবর্তী

  Sishuder Sri Sri Thakur Anukul Chandra(Full Episode) পিতা শিবচন্দ্র ১৮৫৬ সালে, পাবনার গােয়াখাড়া গ্রামে শিবচন্দ্র চক্রবর্তীর জন্ম। শৈশবে তিনি নিজের বাবাকে এবং কৈশােরে মাকে হারান। নিদারুণ এই বিয়ােগ-ব্যথা সহ্য করেও, সৎপথে থেকে তিনি জীবনে নিজেকে প্রতিষ্ঠা করেন। পাবনায় নানান সরকারি কাজে তিনি কন্ট্রাক্টারির (ঠিকাদারি) কাজ করতে থাকেন। পরে ময়মনসিংহের রাণী অমৃতসুন্দরীর জমিদারির কাজে ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। এই সময় তিনি প্রজাদের স্বার্থে ও মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। ক্রমে, তিনি প্রজাদের ভরসাস্থল হয়ে উঠেছিলেন। শিবচন্দ্রের বিচক্ষণতা ছিল অতুলনীয়। তিনি বলতেন—মানুষের উপকার করবে, কিন্তু এ-ও দেখবে যে কেউ যেন তােমাকে ঠকাতে না পারে। নিজের শ্বশুরমহাশয়ের দেহরক্ষার পর শ্বাশুড়ীমাতার অনুরােধে শিবচন্দ্র তার সম্পত্তি রক্ষা করতে এগিয়ে আসেন। স্বীয় বুদ্ধিবলে, তিনি শ্বশুরকূলের শরিকদের অসৎ উদ্দেশ্যকে প্রতিহত করে দেন। শিবচন্দ্রের হৃদয় ছিল কোমল। এক সময়ে তার চালের ব্যবসা ছিল। গ্রামের বহু দরিদ্র মানুষ তার কাছে ধারে, কাগজে সই করে অনেক মাল নিয়ে যেত। মৃত্যুর আগে শিবচন্দ্র সেই সমস্ত কাগজ নষ্ট...

Buy Your Favourite Satsang Books