Skip to main content

Posts

Showing posts from August 22, 2021

Story of A Barber | GOD Story

  Once a barber was murmuring that - there is no god, if there would be god,why there is so many problems. Then a man replied - there is no barber , if there is barber,why there are so many people with lon hair. Barbar replied - I am barber.Barber is here. Then the man replied - then god is also here. Acharyadeb Make Medicine Story

Probhat Jamini Udito Dinomoni Lyrics(প্রভাত যামিনী উদিত দিনমনি)

প্রভাত যামিনী উদিত দিনমণি উষারাণী হাসিমুখে চায় রে জাগি বিহগ সব তুলি নানা কলরব রাধা রাধা রাধাস্বামী গায় রে।। নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভ্রমরী রাধাস্বামী গায় রে। সেই সে মধুর গান বাশিতে তুলিয়ে তান আপনি যে রাধাস্বামী গায় রে।। যে-নামে নন্দের কানু সেধেছিল মােহন বেণু সেই রাধা রাধা নাম গাও রে।। আজি মধু জাগরণ শুন সবে নরগণ জয় জয় রাধাস্বামী গাও রে। মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায় রে।। রাধাস্বামী গুণগানে আনন্দ বাড়িবে প্রাণে চরমে পরম গতি হয় রে।। রােগ-শােক ব্যাধি-জরা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাও রে।। জয় রাধাস্বামী জয় রাধাস্বামী জয় জয় রাধাস্বামী গাও রে।। (শ্রীশ্রীমা) Keu Kotha Rakheni Lyrics

Keu Kotha Rakheni Lyrics | Minar Rahman

  Keu Kotha Rakheni Lyrics by Minar Rahman : Keu Kotha Rakheni  Song Is Sung by  Minar Rahman .  Music Produced by Sajid Sarker. Music Composed by  And bengali Song Lyrics Written by Minar Rahman. Song : Keu Kotha Rakheni Vocal, Tune, Composition & Lyrics : Minar Rahman Music Produced by : Sajid Sarker Mix and mastered by : Sajid Sarker Cinematography : Dihan Chowdhury Keu Kotha Rakheni Song Lyrics In Bengali : কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গোধূলি বেলায় দু'হাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি। আর ডাকেনি.. ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। কেউ দূর আকাশে জোছনা মাখে কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে ভুল পংক্তিমালা আবারো হাসে। আবারও হাসে.. ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতে চাই চোখজুড়ে স্বপ্নে উড়ে বেড়াবো। চেনা পথ গুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তো...

Pakhira Bujhi Maine Pay Poem Lyrics

  Pakhira Bujhi Maine Pay Poem Lyrics by Srijato : Pakhira Bujhi Maine Pay  Poem Recited by  Anirban Bhattacharya  from  Kedara  Bengali Movie.  This Poem Written by  Srijato .  Starring: Kaushik Ganguly, Rudranil Ghosh, Bidipta Chakraborty. Mousumi Sanyal Dasgupta And Others. Poem : Pakhira Bujhi Maine Pay Movie : Kedara  Recited by : Anirban Bhattacharya Script and Dialogues : Srijato Music by : Arijit Singh Directed by : Indraadip Das Gupta DOP : Shubhankar Bhar Edit : Sujay Datta Roy Presented by : Samiran Das Produced by : Kaleidoscope Pakhira Bujhi Maine Pay Poem Lyrics In Bengali : পাখিরা বুঝি মাইনে পায়? মেঘেরা বুঝি অফিস যায় রোজ? হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো? নদীরা বুঝি চুক্তি হলে,  তবেই করে সমুদ্রের খোঁজ? ঝর্ণা বুঝি বিকোয় কখনো? দূরের দেশে শব্দ হয়, শব্দ ভেসে আসে, মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে।  যেমন পাখি, যেমন নদী যেমন মেঘ, সমুদ্র বা হাওয়া তেমনি কিছু মানুষ জানে তাদের ডাক, শব্দ করে চাওয়া মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভ...

Buy Your Favourite Satsang Books