Skip to main content

Posts

Showing posts from June 13, 2021

শ্রী শ্রী বড়মাকে নিয়ে কবিতা - আচার্য্যদেব শ্রী শ্রী দাদা

Poem of Acharyadeb Sri Sri Dada সাগর দেখেছাে? স্নেহের সাগর? সুনীল জলধিরাশি, স্থির-চঞ্চল কল উচ্ছ্বাসে দিগন্তে প্রসারিত, অতল গভীর গহিন বিশাল, উৰ্ম্মিমুখর হাসি, চকিত স্পর্শে জড় সুকঠিন পাষাণ উনূলিত; মহা গম্ভীর, মৰ্ম্মরময়ী, মায়া-মেঘ-মেদুরতা ঊষর মরুর কঠিন বক্ষে সজল বর্ষণে সহসা আনিয়া দেয় কোথা হতে প্রাণময় সরসতা, শ্যাম সমারােহ মুখ তুলে চায় বিহগের কলগানে। দেখােনি তােমরা? আমি তাে দেখেছি তাহার আঁখির মাঝে সুবিপুল স্নেহ; অসীম ব্যাপ্তি, আয়ুদ প্রসন্নতা; বিশ্বজননী চরণপ্রান্তে আশ্রয় যেই যাচে, আশ্রয় পায়, আশ্বাস পায়, মেটে তার সব ক্ষুধা। দুদিনের লীলা সাঙ্গ করিয়া ফিরি আপনার দেশে আজো পিতামহী আশিস ছড়ান গ্রহতারকায় হেসে। (জয়তু জননী মে, পৃঃ ২০)

পূজনীয় বাবাইদাকে কে এমন কোলে তুলেছেন?

একেকটি ছবি যেন একেকটি মাহেন্দ্রক্ষণকে, আবেগঘন স্মৃতিকে বহন করে। সম্প্রতি একটি ছবি নেট দুনিয়ায় সৎসঙ্গী মহলে খুব ঘুরছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের প্রৌপৌত্র অর্কদ্যূতি চক্রবর্তী(পরম পূজনীয় বাবাইদাদা)-কে জাপটে কোলে তুলে গাড়ি থেকে নামাচ্ছেন এক ব্যক্তি। ছোটখাটো গড়ন। পূজনীয় বাবাইদাদা হাসছেন। তাঁর সেই ভুবনভুলানো হাসি। সে এক রঙ্গ যেন।     এই ছবিটির নানা ব্যাখ্যা শুনেছি। কেউ বলেছেন~বাবাইদাদার বিয়ের সময় এই ঘটনা। নানা মত। নানা জল্পনা, কল্পনা। সারা পৃথিবীতে কোটি কোটি সৎসঙ্গী। ভাবুন, কী পরিণাম আলোড়ন!     পূজনীয় বাবাইদাদা দিব্য মনোমোহন গৌরাঙ্গ দীর্ঘদেহী পুরুষ। নির্দিষ্ট দূরত্ব থেকে সম্ভ্রমের সঙ্গে সকলেই প্রণাম নিবেদনাদি করেন। সাধারণ মানুষ থেকে রাষ্ট্রনেতা। অমন ঐশীব্যক্তিত্বসম্পন্নকে অমন করে একটি ছোটখাটো মাঝারি কোনো ব্যক্তি এভাবে কোলে তুলে নামাচ্ছেন~এটা তো সাধারণ সচরাচর ঘটনা হতে পারে না। সকলেরই কৌতূহল হবে~ ছবিটির মাহাত্ম্যটি কী!      আমার মনে পড়ল~একবার ইউরোপ যাত্রাকালে রবীন্দ্রনাথ পণ্ডিচেরীর শ্রীঅরবিন্দ-আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন জাহাজে। হ...

Buy Your Favourite Satsang Books