Skip to main content

Posts

Showing posts from August 23, 2020

Swamir Proti Tukhor Tane Lyrics

 Swamir Proti Tukhor Tane Lyrics Swamir Proti Tukhor Tane Harmonum Tutorial স্বামীর প্রতি তুখোড় টানে বৃত্তি ভেদী নন্দনায় ছুটছ যখন মেয়ে তুমি পাতিবত্র্য রয় সেথায় । সব প্রবৃত্তি ভেদ করে টান স্বামীতে যেই পড়বে সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে আশা দিও ভরসা দিও সুচারু সুব্যবহার যাতে সবাই উচ্ছলাতে অন্তরে তে তৃপ্তি পায়।। স্বামী ভক্তি রাখতে অটুট ইস্টনিষ্ঠা অন্তরে জেনো মেয়ে ওই তো আসল স্বামী আসে অন্তরে।। ঘরকন্নার প্রতি কাজে দেখলে হিসেব করে কেমন কোথায় কি রাখলে তার নাশ ঘটে না ওরে কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায় সুষ্ঠু স্বল্প পুঁজির ভেতর কিবা লাভ কোথায়।। স্বামী-সেবা নাইকো মেয়ের নাইকো সেবার আগ্রহ সুসন্তান হলেও প্রায়ই হয় না জীবন সুবহ ।। যে মেয়েরা স্বামীর নিন্দায় আগুন হয়ে উঠল না ঠিক যেন তার মনেই আছে ব্যতিক্রমী জল্পনা স্বামী ছাড়া যাদের বৃত্তি অন্য পথে ধায় কষ্টের পথে কষ্টই তারা ব্যতিক্রমী ধারা পায়।। Tomar Hoye Nitya Sathi Lyrics

Tomar Hoye Nitya Sathi Lyrics

Tomar Hoye Nitya Sathi Lyrics Tomar Hoye Nitya Sathi Harmonium Tutorial T omar hoye nitya Sathi Jano Prabhu Tomar thaki Dondo didha man oviman obadh somorpone Sarthokotay vorbe jibon tomar chorone. Tomar Hoye Nitya Sathi 1- Mayar fander kothin dhadha Jeno na hoy pother badha Mon jeno dhay obadh hoye Sodai tomar pane 2- Jani tomay basle valo Sei pay tomar aloy alo Tomar pravu korle seba Mukti mele ei jibone Tomar Hoye Nitya Sathi Isti Jagrihi Utsav 3- Porom premi biswapoti  Sob ogotir tumi goti  Tomar howar daw sumoti  Thai jeno pay srichorone. Badan Bhoriya Gurur Nam Niya Lyrics

Badan Bhoriya Gurur Nam Niya Lyrics

 Badan Bhoriya Gurur Nam Niya Lyrics Bodono Bhariya Gurur Nam Niya Harmonium Tutorial Badan Bhoriya Gurur Nam Niya Dubahu Tuliya Nacho re. Prema makha makhi namer sone utholibe prem nam uccharane prem ashrudhara bohibe nayane hridoy pulokita hoibe re. Pap tap hari radha radha nam nam abhyas karo diyona biram e nam loite loite pabe punya dham purna shanti dhame jaibe re. Satsang prem karo anweson radha radha nam bolo anukkhan joy joy gopal govindo anukulachandra purusottama joy he. Tumi Natha Priyatama Lyrics 

Tomar Sebay Haygo Jodi Lyrics

 Tomar Sebay Haygo Jodi Lyrics Tomar Sebay Haygo Jodi Harmonium Tutorial তোমার সেবাই হয় গো যদি মোদের পরম সাধনা মোদের জীবন হতে ভয়ে পালাবে কাটবে সকল বেদনা ।। তুমি ছাড়া কে আর কবে শান্তি-স্বস্তি বিলায় ভবে ভালোবাসায় পূর্ণ হবে জাগবে প্রাণের বধ না।। মোদেরর মতো আতুর জনে অযোগ্য সব দিন হীনে ( তুমি) সকল জনায় কাছে টেনে দাও শিষ্ট বোধনা।। প্রীয় পরম দয়াল তুমি ওগো প্রভু জগৎ স্বামী (ওগো)তোমার পায়ে পরি জানাই আমি হিয়াতে দাও সমবেদনা।। দয়াল আমার .....প্রাণের ঠাকুর আমার ।। তোমার রাতুল চরণ ধরে, মায়ার সাগর যাব তরে নাওগো সবায় যোগ্য করে ,জাগাও পরম চেতনা।। Pravuji Tune Kaisa Raas Lyrics

Pravuji Tune Kaisa Raas Lyrics

 Pravuji Tune Kaisa Raas Lyrics  Pravuji Tune Kaisa Raas Harmonium Tutorial Lyrics: Pravuji tune kaisa raas rachayo Prem jalme fas gaya manwa Tum bin kuch na suhayo. Moh ko Toro Maya hatai bhakti prem ka path parai Bishay dharma sab bikhar giya ab,tumne niti batayo. Pravuji Tune Kaisa Raas Harmonium Cover Jagat mujhko lge paraya man lalsa sabko bhulaya Sakal basna bandhan chora tumse prit lagayo. Janam Janam ki ash bujayi Charan me ashray maine pai Bhab bhay shanka tap dahan ko tumne aj mitayo. Mere manki tu hai jyoti,ab to tuhi meri shakti Das hu tera seba karoon main jiban tujhko charayu. Lekha Paray Dara Holei Lyrics

Lekha Paray Dara Holei Lyrics

Lekha Paray Dara Holei Lyrics  Lekha Paray Dara Holei Harmonium Tutorial   লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয়না ।। শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। বই পড়ে তুই হোলি যে বই বইয়ের নিদান ধরলি না ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা।। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণই বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার।। থাকলে ছাত্রের ঈস্টে টান তবেই জাগে করার প্রাণ শিক্ষকের নাই ইস্ট এ টান কে জাগাবে ছাত্র প্রাণ বিদ্যালয় ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সিষ্ট স্বভাব হয় না।। গুরু যদি অপমান করেন বারেই শিষ্যের মান তারণ পিরণ ভার্তসনায় হয় জ্ঞানেই অভিযান ভুল করে যে খাইনি ধমক পাইনি কোন লাঞ্ছনা ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা অনুকম্পাই বোধের বাহক বোধ ই অনে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা।। Pitay Sraddha Maye tan Lyrics

Pitay Sraddha Maye Tan Lyrics

 Pitay Sraddha Maye Tan Lyrics Pitay Sraddha Maye Tan Harmonium Tutorial Bande Purushottam×3 Param premamaya Sri Sri Thakur Anukulchandra ji ki ×3 Satsang ki × 3 অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ না ধরে প্রেরিতে বর্তমান অন্ধ তম প্রয়াণ ।। ধর্ম এ সবাই বাঁ চেবারে সম্প্রদায় টা ধর্ম নারে যজন-যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভিতী আর্য স্থান পিতৃষ্ঠান উচ্চ সবার পুজ্যা মান।। ইস্ট নাই নেতা যেই যমের দালাল কিন্তু সেই এক অাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ করা Pitay Sraddha Maye Tan মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর শিক্ষকের নাই ইস্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ।। Aj Dhaner Khete Lyrics

Aj Dhaner Khete Lyrics

 Aj Dhaner Khete Lyrics Aj Dhaner Khete Harmonium Tutorial আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥ আজ ভ্রমর ভোলে মধু খেতে-- উড়ে বেড়ায় আলোয় মেতে; আজ কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥ নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥ ওরে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে। ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক'রে যাব না আজ ঘরে। যেন জোয়ার-জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি, আজ বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥ Deoghar Sahariya Me Lyrics

Deoghar Sahariya Me Lyrics

Deoghar Sahariya Me Lyrics Deoghar Sahariya Me Harmonium Tutorial  Deoghar sahariya me satsang nagaria ho Nagariyaho bhaiya bara nik lage. Ashram ke paschim me barka maidan ba Sri Mandir banne ke khatir Uttar palanba Bagalme thakur aur barma ka samadhia. Philanthropy nam ke building bananba Building ke office me kam chalanba Achayadeb dadaji k sundar mandapa Lakho samasya ki hogi samadhan. Asan Sajaike Unko Bithaike Lyrics

Asan Sajaike Unko Bithaike Lyrics

Asan Sajaike Unko Bithaike Lyrics   Asan Sajaike Unko Bithaike Harmonium Tutorial Asan sajaike unko bithaike Krle tu koti juhar(manwa),hoga tera bera par. Dekh le tu unko tu bharke najaria,paban krle to manko savaria Prabhu ki mahima apar re. Asan Sajaike Unko Bithaike Sara Jagat ke o palanhar,dukhiyan ke o sunata pukar, Kre Binati barangbar. Tyagi maya bhab ki gujariya,jo koi jaoye unke saranwa, Kardete hai uddhar. Akhilo Bimane Lyrics

Akhilo Bimane Lyrics

 Akhilo Bimane Lyrics Akhilo Bimane Harmonium Tutorial Akhilo bimane tabo jayo gaane, Je samo rabo, Baje shei sure shonar nupure chitte nabo. Hey aaloro aalo timiro milalo, Tabo jyoti sudhar chetona bilalo, Raagini je chire gahilo modhure shey baibhabo. Tumi Bhoriya Rekhecho Lyrics

Tumi Bhoriya Rekhecho Lyrics

  Tumi Bhoriya Rekhecho Lyrics Written by - Achayadeb Sri Sri Dada Tumi Bhoriya Rekhecho Harmonium Tutorial তুমি ভরিয়া রেখেছো তনুমন তুমি ছাড়া তাই কেহ মোর নাই তোমারেই করি আরাধন ।। তোমারি ছবি জাগে অম্বরে তব নাম জপে তটিনী সুরে তোমারি আলোক ছড়ায় ভুবনে সারাবেলা ধরিয়া তপন ।। আকাশের তারা তব নাম গেয়ে সারা নিশি ধরি ওই অম্বরে অপলকে তোমারি রয় যে চেয়ে গন্ধ ছড়ায় সমিরন ।। তোমার বাঁশির সুর ঝংকারে ভরিয়া রেখো সদাই আমারে তোমার পূজায় যেন দিন যায় সার্থক হয় গো জীবন ।। Premi Tomare Pranam Janai Lyrics

Premi Tomare Pranam Janai Lyrics

 Premi Tomare Pranam Janai Lyrics Premi Tomare Pranam Janai Premi tomare pranam janai Esecho tmi prabhu tritap harite (Ogo)nai nai ar byay nai. Katara jibane dukkha bedane Bhara Chilo hiya je byatha ar rodone Asile tumi he mor swami (Ogo)nai ar shok tap nai. Premi Tomare Pranam Janai(5 scales) Tomare labhia tomare smaria Kriti tape dhai taba patha bahiya Taba hat khani ache go jni (Ogo) dhariya rakhite sadai. Tomar sebar Amrita habane Amaran giti aji dhwaniche bhubane Swasti mukhar prane tomari dayar Dane (Ogo) bardhana path mora pai. Premi Tomare Pranam Janai Harmonium Tutorial Sumista nandanay taba bandanay Anugati abege Sri charana rangai Nai danda nai dwesh Ananda harilo klesh (Ogo) bharila Paran prabhu pranam janai. Jiban Nath Oi Aj Esechen Lyrics

Jiban Nath Oi Aj Esechen Lyrics

 Jiban Nath Oi Aj Esechen Lyrics  Jiban Nath Oi Aj Esechen Harmonium Tutorial জীবন নাথ ওই আজ এসেছেন তোদের দুয়ারে (ওরে তোরা) আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে ।। প্রবৃত্তিরই আগল টুটি ধর দয়ালের চরণ দুটি (ওরে তোরা) তাঁরই সেবায় ওঠনা ফুটি, সার্থকতায় ওরে।। (ওই দেখ )জীবন নাথ আজ ..... ওরে উঠুক না ঝড় আসুক তুফান, চল ছুটে চল তোদের বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে (দেখ ওই) জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে ।। লাগ ওরে লাগনা ত্বরা সকল বাঁধার বাঁধন ওরা ওরে তাঁরে পাওয়ার মধ্যে তোরা হ গতিশীল ওরে (ওই দেখ) জীবন নাথ.....।। Nam Enechen Dayal Thakur Lyrics

Nam Enechen Dayal Thakur Lyrics

 Nam Enechen Dayal Thakur Lyrics Nam Enechen Dayal Thakur Harmonium Tutorial নাম এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার (তাই) প্রাণ যমুনায় বান ডেকেছে আনন্দ অপার।। ডাকছেন দয়াল শঙ্কা কিরে তোদের লাগি এসেছিরে নাম নিবি আয় আয়রে হবি ভবসাগর পার।। নাম এনেছি শঙ্কাহরণ আয় কে নিবি আমার শরণ সব জীবনের আমি জীবন,জীবন কর্ণধার।। নাম বিলাবো ঘরে ঘরে প্রেমে হৃদয় দিব ভরে পরশমনির পরশ পেয়ে ঘুচবে অন্ধকার।। মহাশক্তি নামে ভরা সর্বদুঃখ দৈন্যা হরা (নামে) জাগবে এবার বসুন্ধরা এ ভব সংসার।। নামের গঙ্গা ছড়িয়ে দিয়ে চোলবো তোদের সাথে নিয়ে বিশ্বজুড়ে রচিবরে আনন্দবাজার।। দুঃখ কি আর ভাবনা কিরে দাঁড়া দেখি আমায় ঘিরে (আমি) বুকে তুলে নেবো তোদের সকল দুঃখ ভার।। প্রাণ ঢেলে দে নামের গানে,নাম ঢেলে দে প্রাণে প্রাণে নতুন ব্রজ ধামে নামে মিলন হোক সবার।। Bholamon Tui Kemon Bramhagyani Lyrics

Bholamon Tui Kemon Bramhagyani Lyrics

 Bholamon Tui Kemon Bramhagyani Lyrics Bholamon Tui Kemon Bramhagyani Harmonium Tutorial ভোলা মন তুই কেমন ব্রহ্ম জ্ঞানী জীবন নাথে সরিয়ে রেখে খুঁজে বেড়ায় প্রাণের খনি ।। তত্ত্ব কথা শুনেই তাতে রইলি সদাই মত্ত সেবার সাধন যতোভুলে হোলি পরম ভক্ত সবাই দয়া করে চলেন সবার আপন জীবন দানী তার কথা তো তুইও বলিস সেবা বিমুখ রে অজ্ঞানী ।। ঘুরিস নিয়ে মধুর ভান্ড করলি না পান একটুখানি স্বাদ তো তাহার পেলি না রে অমৃত যা সত্তাদানি এখনো শেষ হয়নি বেলা তাকা এবার প্রভুর পানে সেবা সাধনা করনা ছুটে সারা জীবন তাঁরই টানে। শান্তি পাবি স্বস্তি পাবি উঠবে ফুটে তাহার বাণী সার্থকতার পথ দেখাতে হবি তখন সত্ত জ্ঞানী ভুলবে সকল অভিমানই।। Sabare Prem Bilate Lyrics

Sabare Prem Bilate Lyrics

 Sabare Prem Bilate Lyrics Sabare Prem Bilate Harmonium Tutorial Ogo ashim Tumi Shashim hye Aashile dharay Sabare Prem bilate. Dukkho kalush Sab ghuchate Sabare Prem bilate. Manush jner shok mitate Jibon Tori Par karate Mone Jyodi Rakhi Tomay Shab badha thik periye jay. Sabare Prem Bilate Harmonium Cover Bhalobasar path dakhale shat pathete chala sekhale Sri Ramkrishna Buddha Jishu ak jn e je hay Juge juge asen Tanra Nitya natun rup dhare. Din Dayal Thakur Lyrics

Din Dayal Thakur Lyrics

 Din Dayal Thakur Lyrics Din Dayal Thakur Harmonium Tutorial Din dayal thakur data Dayal mere Priya Param guru Param adhar mere. Malik Saran me tere taran piran bhi aye Jiban path par kebal Sevak mujhko banaye Ista seba ista karm sat dharmadhar mere. Din hin Das tera bhakti nistha baraun Satguru tum ho samrath pranan shakti jagaun Puran purush darad pran murta istadhar mere. Purushottam jiban nath param-premi Subha Barshi Sadhan he bidhi bidhan Param Dayal samadarshi Iswar pratik guri priti mukhar pranadhaar. Jiban Nathe Basle Bhalo Lyrics

Jiban Nathe Basle Bhalo Lyrics

 Jiban Nathe Basle Bhalo Lyrics  Jiban Nathe Basle Bhalo Harmonium Tutorial  জীবন নাথে ভাসলে ভালো প্রাণের বেদন আর কি রয় সার্থকতায় পূর্ণ হয়ে হয়ই জীবন মধুময়।। মুখে প্রেমের কথা বলে চলে সবাই আপন তালে আপন তালে যায়না পাওয়া চলন মাফিক প্রাপ্তি হয় ।। অবোধ শিশু মাকে ধরে যেমন যাকে তেমনি করে যেজন তাঁকে ধরে তারই পরান ভরা শান্তি রয়।। করবে যেমন তেমনি হবে তেমন তর তুমি পাবে ভক্তি এলে মুক্তি পাবে সব তো তারই যে তাঁর হয়।। Dharmer Desh Ei Lyrics

Dharmer Desh Ei Bharatbarsha Lyrics

 Dharmer Desh Ei Bharatbarsha Lyrics Dharmer Desh Harmonium Tutorial ধর্মের দেশ এই ভারত বর্ষ আধ্যাত্বিকতার মর্ত্যভূমি  এ দেশে জন্মেছি আমরা এই দেশ আমাদের জন্মভূমি ।। জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি তাকে ছাড়া কোনো মতে পাবে নাকো মুক্তি  বেঁচে থেকে বেড়ে ওঠা ধর্মের মূল কথা এ কথা হে মানব ভুলনা তুমি ।। ধর্ম তো মন্দির মূর্তিতে নয় নিজেকে বাঁচাতে হলে প্রাকৃতিক নিয়মে  অন্যকে রক্ষা করা চাই ধর্ম একেই বলে ভাই।। ঋষিবাদ গিয়ে হল ভারতের অবনতি বর্ণাশ্রম দিয়ে হল এই দুর্গতি  শ্রী শ্রী ঠাকুরের পথে চলি যদি একসাথে ধরার স্বর্গ হবে ভারত ভূমি।। Ki Kore Manush Hobo Lyrics

Ki Kore Manush Hobo Lyrics

 Ki Kore Manush Hobo Lyrics Ki Kore Manush Hobo Harmonium Tutorial কি করে মানুষ হবো দাও গুরু আমাকে বলে নিজের দোষে দয়াল ভাসি আমি আজ অকূলে।। কে আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আসা এই ভবে সে কথা ভাবিনি দয়াময় বন্দি সদা আমি মায়ার জালে ।। জীবনটা গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন মজলো না যে নামেতে যত পাপ হরে মানব জনম আমার যায় বিফলে।। তুমি যারে কৃপা করো ভবনদী সে হয় পার তব লীলা প্রচারিতে গুরু এসেছ ধরাতে বারবার বিশ্বজিতের(বিশ্বজিতের বদলে সবাই সবার নিজের নাম ব্যবহার করবেন - *বুঝতে হলে video ta puro dekhbn) কত দুঃখ আর এ কপালে।। Tumi Banchite Sekhale Lyrics

Tumi Banchite Sekhale Lyrics

 Tumi Banchite Sekhale Lyrics Tumi Banchite Sekhale Harmonium Tutorial তুমি বাঁচিতে শেখালে আমারে বুঝি ব্যথা ভার যা ছিল আমার আলোকে ভরিলে আঁধারে।। আমি অজ্ঞানই দীন অভাজন নাথের মহিমা বুঝিনি কখন সেখানে যতনে শেখার সাধন ঘুচালে সকল বাধা রে ।। Tumi Banchite Sekhale কত দয়া তুমি করেছো আমারে   কেমনে কহিবো স্বামী   কি দিলে আমারে কেমনে তাহারে   ব্যক্ত করিব আমি ।।   দিলেগো ভক্তি দিলে বরাভয়   শেখালে চলিতে কল্যাণময়   হয়ে অনুগত চিরনির্ভয়   আশ্রয় করি তোমারে ।। Jodi Manush Hoye Thako Lyrics

Jodi Manush Hoye Thako Lyrics

 Jodi Manush Hoye Thako Lyrics  Jodi Manush Hoye Thako Lyrics যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণে ইস্টের ইপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতা ও ।। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেয়ে ফেলেছে নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে প্রলয়ের সংকেত বেজেছে পারো তো এখনই ঘরো উঠে পড়ে লেগে পড়।। সৎ মন্ত্রে নাও দীক্ষা.... যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নি সদাচার বাঁচাবারার এই মন্ত্র নিয়ে সতনাম জপো বারবার।। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে ফাকিতে করলে কাজ কাজেতে পড়বে বাজ তখন সময় নাহি পাবে জনম সফল করো ইস্ট এর পথ ধর ।। সৎ মন্ত্রে নাও দীক্ষা... O Manwa Re Lyrics

O Manwa Re Lyrics

 O Manwa Re Lyrics Music : Rev. Babai Da Lyrics : Dhritiman Singh O Manwa Re Harmonium Tutorial O   manwa re sadhle tu Amar Jeevan badhle tu Amrit ki dhara tan tanbure shashon Ka ye tar tutega kab kon Jane tod ke bandhan sare door Guru ki thamen|| Jivan Naya kheban chala Kaun Bhala shahil hai Tera Uphan Khali Nadiya yeh Naab dubega kab Kaun jaane|| Beete Din bhajan Bina durlabh yeh janm bigrah murkh manmati ko Aadhar milega kab Kaun jaane|| O Manwa Re Adbhut Jagat ki Maya Swartha karam ka sub bhara bhai Bandhu Dar Amit lutega kab kon Jane || Juthe sab rishte naate tere mere chhod de yah Sara kisi ka prit Ka ye sath chhutega kab Kaun jaane|| Jeevan Guru Param Dayal Prabhu nath Sabkaa Sahara sop de tu apna yeh jivan badhega ye tu bhi jaane|| O Mono Re Lyrics

O Mono Re Lyrics

 O Mono Re Lyrics O Mono Re Harmonium Tutorial ও মনরে .... ওরে চল না পূজি পরমপুরুষে রাখেন তিনি বিনা সাড়াতে নইলে সমন ধরবে যেদিন ডুববি যখন ধরবে কেবারে ধরে রাখবে তখন কে দে ছিড়ে দে ভবের বাঁধন কর এবারে প্রেমের সাধন চল ছুটে যাই প্রভুর দ্বারে।। O mono re ও মনরে ..... তোর দীগী তে অতল সায়রে উঠল তুফান ঝড় উঠেছে রে কান্ডারী তোর কোথায় ওরে বাঁচাতে এই প্রলয় ঝড়ে এবার বর্গী রূপে রে।। O Mono Re ও মন রে.... ষ ররিপু ধরতে আসে রে গ্রহ তারা রাখবে ধরে কে মুক্তি দেবে ন দয়াল নিজে তিনি পারেন রাখতে সবারে তিনি পরম ত্রাতারে ।। ও মনরে... পাথেয় কর প্রভুর দয়া কে রাখেন তিনি চায় যে জনা তাকে তার শাসনে শমন যাবে আবার মুক্তি আসবে ভবেরে তিনি পরম দাতা রে || Sarba Mangal Data Hey Lyrics

Sarba Mangal Data Hey Lyrics

Sarba Mangal Data Hey Lyrics Sarba Mangal Data Hey Harmonium Tutorial   Sarba mangala Data hey jiboddhar bidhata he istadebta purusottam prabhu Thakur Charan me karoon pranam. Dipta sikha prabhu Daya kro he Moh rag dwesh kro nash Brahma gyan he Guru barabhay Nasta kro tum sakal tras. Niyat tere Charan prant me Das ban kar kre jatan Katar jeeban shok bedana Dur huye bas prem magan. Jeeban utsa nath narayan Ucchal Pran adhar Bhakta ballav man bhaban Karuna nidhi prabhu Avatar. Gawela Manwa Lyrics

Gawela Manwa Lyrics

Gawela Manwa Lyrics Gawela Manwa Harmonium Tutorial   Gawela manwa tohar kirtanwa Aj jhumela jag sansar ho Thakur sarania ajo bhaiya Ho jaye bera par ho. Gawela Manwa Prabhu ki suratia sundar lage Manwa me bhar prem jagaye Thakur se hola prakash jagna Dur bhaile andhakar ho Kahin dar dar,kahin pant pant (Are) kan kan me tohri muratia ho. Gawela Manwa Jan jan ke jeeban me dukhba dekhi Thakur nihale Avatar ho Sb Logan ke apan banabalan E bare taranhar ho Har gaon gaon baithe chao chao Gaweli thakur guna ganwa ho. Amon Madhu Makha Horir Nam Lyrics

Amon Madhu Makha Lyrics

Amon Madhu Makha Lyrics Amon Madhu Makha Horir Nam Harmonium Tutorial   এমন মধুমাখা হরির নাম নিমাই কোথায় পেয়েছে (তাই) শুনে আমার হৃদয় বীণা আপনি বেজে উঠেছে ।। আগে/আরো তো কত যে শুনেছি এনাম কখনো তো এমন হয়নি পরান কি জানি কি এক নব ভাবোদয় হৃদয়-মাঝারে হতেছে || Amon Madhu Makha Horir Nam Kirtan কে যেন আসিয়া কয়ে গেল তাই পারের উপায় এতদিনে নামের/প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে প্রেমের ঠাকুর এসেছে রে ।। আজ হতে নিমাই তোর সনে রব জ্ঞানের-গরিমা কভুনা করিব সব ছেড়ে দিয়ে হরি হরি বলে নাচিতে বাসনা হতেছে/সব ছেড়ে দিয়ে হরি হরি বলে ভাসিতে পরান হতেছে ।। হরিবোল ...হরিবোল ..হরিবোল ।। Ay Chute Ay Ayre Tora Lyrics

Ay Chute Ay Ayre Tora Lyrics

 Ay Chute Ay Ayre Tora Lyrics Ay Chute Ay Ayre Harmonium Tutorial আয় ছুটে আয় আয়রে তোরা প্রাণের ঠাকুর ডাকছে যেরে যুগ যুগান্তের মুছতে ব্যথা ব্যথা হারি আজ এসেছে রে ।। বন্ধ দুয়ার খোল ওরে খোল বরণ করে তোল ঘরে তোল শঙ্খধ্বনি জয় কলরোল কর নারে সব পরান ভরে ।। আয়নারে সব আয়না ছুটে পড় দয়ালের পায়ে লুটে (তোর) সব মহাপাপ যাবে কেটে সকল দিয়ে পুজলে তাঁরে।। কত লক্ষ যুগের পরে যদি মিলাইলো ঘরে ভুলের বিপাকে পড়ে দিসনা তারে এবার ছেড়ে।। যুগ-যুগান্ত যার লাগিরে কাঙ্গাল হয়ে ধরার পরে আঁকুপাঁকু মরলি ঘরে সেই দয়াল ঠাকুর এসেছে রে।। ভালবাসার কাঙ্গাল সে যে তাই এসেছেন কাঙ্গাল সেজে পেয়ে কাঙ্গাল অধিরাজে আর আমাদের ভাবনা কিরে।। জ্বালরে প্রদীপ শঙ্খ বাজা এলো ঘরে প্রানের রাজা (তোর) সব দেহ মন অর্ঘ্য সাজা তাঁরই পূজার উপচারে।। রক্তরাঙা বুকের ব্যথা লক্ষ যুগের লক্ষ কথা সকল এবার উজার করে পায়ের তলায় লুটিয়ে দেরে।। Tora Ay Ay Ay Lyrics

Tora Ay Ay Ay Lyrics

 Tora Ay Ay Ay Lyrics Tora Ay Ay Ay Harmonium Tutorial আয় আয় আয় আয় আয় আয় আয় আয় আয়রে তোরা ছুটে ছুটে আয় ছুটে ছুটে আয় তোরা নেচে নেচে আয়।। পদ্মা নদীর পাড়ে বাবলা গাছের ধারে রাখালিয়া বাঁশির সুরে মন কেড়ে নেয়।। তাল নবমী তিথিতে পাবনা জেলার গায় মনমোহিনীর কোলে শিবের তনয় চাঁদের কণা ঝরা দুষ্টুমিতে ভরা গোপাল গোবিন্দ নাচিয়া বেড়ায়।। পাঠশালারি ঘরে পন্ডিত সুধায় এক আর একে যোগ দিলে বল কত হয় হাসিমুখে বলে শাসনে না টলে একে একে এক ই হয় দুই কভু নয়।। লীলা খেলার ছলে শ্রী অনুকূল নামে জন্ম নিলেন নারায়ন হিমায়েতপুর গ্রামে হয়ে গৃহ সন্ন্যাসী করেন ঘর সংসারী লক্ষী দেবী নারায়নী সংসার সাজায়।। Dharma Bole Tay Lyrics

Dharma Bole Tay Lyrics

 Dharma Bole Tay Lyrics Dharma Bole Tay Harmonium Tutorial ধর্ম বলে তায় নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে জীবন দিপ্ত রয় ধর্ম জানিস এক ই হয় পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহরায় অনুষ্ঠান ই বসলো পেয়ে পাওয়া যে গেলো গোল্লায়।। জীবন টা তোর কোলাহল ই হলাহল তো পেছন ধায় কুড়িয়ে নে তুই অমর চলন চল ভেসে চল মলয় বায় জেনে-শুনে-বুঝে চলো কিসে কিবা হয় ওই পথেতে চলতে থাক কর জীবন জয় যা করলে যা বাঁচাবারা সমন্বয়ে বেড়ে যায় তাকে জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় ।। ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে প্রতিস্থাও আসবে তেমনি পারবে নাকো রুখতে তারে জীবনবাদের বাদ নিয়ে তুই অঢেল চলায় চল রে চল অমর জীবন পাওয়ার পথে রাখ নিয়ে তুই কৃতি বল চলবে করবে দেবেও যেমন ইস্টদেবতায় হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়।। Recommending book "Sangeet Grantha" to get perfect lyrics with perfect spellings. Tomar Lagi Jege Uthe Lyrics

Tomar Lagi Jege Uthe Lyrics

 Tomar Lagi Jege Uthe Lyrics Tomar Lagi Jege Uthe Harmonium Tutorial তোমার লাগি জেগে উঠে আমার পরানে সুরগুলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে ।। ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে এমনি করেই নিত্য পূজা করি তোমার গানে ।। সারা জীবন চলে এমন আমার সুরের খেলা তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকালবেলা।। বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে পার হব গো ভবসাগর, দয়াল তোমার সনে।। Taba Ratul Charan Parashe Lyrics

Taba Ratul Charan Parashe Lyrics

 Taba Ratul Charan Parashe Lyrics Taba Ratul Charan Parashe Harmonium Tutorial ১.তব রাতুল চরণ পরশে ধরা আজি হলো মধুময় সুন্দর প্রিয়তম হেরি সূর্য উদয়।। ২.অহং মত্ত পাপ ত্রাস তোমার কৃপায় হলো নাশ আনন্দ জাগে অবিনাশ বহে শান্তির স্নিগ্ধ মলয় ।। ৩.আজি অভিমান হল নিঃশেষ দূর হলো বাসনা ক্লেশ কাটিল হিংশা দ্বেষ বিদূরিত হলো সংশয়।। ৪.তোমারও আসিস লভিয়া তব শুভ গান গাহিয়া প্রাণভরে তোমারে চাহিয়া গাহি প্রভু তব জয়।। ৫.তোমারি প্রাণে অভিসারে লভেছি জীবনে তোমারে স্মৃতিবাহী চির চেতনা রে করিব হে দয়াল উদয়।। ২=৪=৫ ১ - totally different ৩ - totally different Thakurji Mere Param Dayal Lyrics

Thakurji Mere Param Dayal Lyrics

 Thakurji Mere Param Dayal Lyrics Thakurji Mere Param Dayal Harmonium Tutorial Thakurji mere param dayal Param Karuna Ghana Satya niranjana Prabhu avatar. Sakal dukkha Bhar bedanhari Param Ananda Priya bhababhayahari Biswanath swami swarag biraj Chetan bardhan Prabhu jiban adhar. Subhaday palak abhaya nayak Smriti Vinayak sreya bidhayak Alok ujjwal pabak purushe Purusottam Prabhu premidata. Thakurji Mere Param Dayal Baisityapali apurayman Jiban pran Kendra Param adhar Bhuban bibhusita Karuna apar Sanatan ista nam Amrit adhar. Jayatu jayatu namah deb Vishal Jayatu jayatu namah Nath kripal Jayatu jayatu namah Param dayal. Bhakta Sadhaker Raha Lyrics

Bhakta Sadhaker Raha Lyrics

 Bhakta Sadhaker  Raha Lyrics Bhakta Sadhaker Raha Harmonium Tutorial  Bengali: ভক্ত সাধকের রহ ভরি প্রাণ বিশ্ব জনে প্রভু তুমি করো ত্রাণ তুমিতো দয়াল প্রভু সাধনার ধন আমার হিয়াটি ভরে রাখ শ্রীচরণ ।। শয়নে স্বপনে যেন তোমাকেই পাই জাগ্রত হয়ে করি তব সাধনা বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ নিয়ত ধরিয়া থাকো আমার নয়ন।। মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম তোমারে ঘিরিয়া হোক নিকষিত হেন তোমার সেবাতে হই সকল সাধন সার্থক হোক মোর সব তনুমন ।। ওগো লীলাময় তুমি চির দয়াময় তোমার প্রসাদে হই মোরা নির্ভয় যে তোমারে কৃপা করে হরিবে মরণ তোমার কৃপায় হবে সফল জীবন।। English: Bhakta sadhakera Raha bhori pran Biswa Jane Prabhu Tumi Kara tran Tumi to dayal Prabhu sadhanar dhan Amr hiyati bhore rakho Sri Charan. Sayane swapane jno tomakei pai Jagrata hoye kri tbe Sadhana Banchita Bibhu Tumi sada anukkhan Niyata dhariya thako amr Nayan. Mor asha vlobasa bhakti Prem Tmre ghiriya hok nikasita hen Tmr sebate hoi sakl sadhan Sarthak hok mor sb tnumon. Ogo leelamay tmi chira dayamay Tmr prasade hoi...

Milan Hobe Kata Dine Lyrics

 Milan Hobe Kata Dine Lyrics Milan Hobe Kata Dine Harmonium Tutorial মিলন হবে কত দিনে? আমার মনের মানুষের সনে।। চাতক প্রায় অহর্নিশি, চেয়ে আছি কালো শশী। আমি হবো বলে চরণদাসী, ও তা হয়না কপাল গুণে।। আমার মনের মানুষের সনে।। Milan Hobe Kata Dine মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন, লুকাইলেনা পায় অন্বেষণ। কালারে হারায়ে তেমন, ঐরূপ হেরি-এ দর্পণে।। আমার মনের মানুষের সনে।। ও-রূপ যখন স্মরণ হয়, থাকেনা লোক-লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সেই জানে।। আমার মনের মানুষের সনে।। Umang Man Ful Raha Lyrics

Umang Man Ful Raha Lyrics

 Umang Man Ful Raha Lyrics  Umang Man Ful Raha Harmonium Tutorial  Umang man ful Raha guru darshan paya ri. Tadap tadap mohi ri bahu din bitey Aj Mora Bhagya jagaya ri Nayan tani rahi ji guru chabi par. Manwa Charan samaya ri. Prita barat china china Ab hiye mein Jagat byabahar bhulaya ri. RadhaSwami mehara kari ab bhari Mohi nich ko Liya apnaya ri. Bohe Ucchala Ananda Srot Lyrics

Bohe Ucchala Ananda Srot Lyrics

 Bohe Ucchala Ananda Srot Lyrics Bohe Uchhala Ananda Srot Harmonium Tutorial বহে উচ্ছল আনন্দস্রোত আকাশ বাতাস ভরিয়া শত সহস্র জন সমাগত হে প্রভু তোমারে স্মরিয়া।। আসিয়াছো প্রভু লোক ত্রানে মুক্তি মন্ত্র বিতরিয়া প্রাণে শান্তি স্বস্তি অভয়দানে দিতেছ মোদের তরিয়া।। প্রণাম তোমারে জীবন দেবতা পরম ত্রাতা হে বিচিত্র তব নিত্য লীলা ভাসানো মুক্তি প্রবাহে।। দিকে দিগন্তে তব জয়গান কণ্ঠে কণ্ঠে তব শুভ নাম ওগো বিপ্লবী জানাই প্রণাম থেকোগো পূর্ণ করিয়া।। Rakkha Karo Mais Bhandari Lyrics

Rakkha Karo Mais Bhandari Lyrics

Rakkha Karo Mais Bhandari Lyrics Rakkha Karo Mais Bhandari Harmonium Tutorial রক্ষা কর মাইজভান্ডারী ,রক্ষা কর মাইজভান্ডারী অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সইতে নারি।। জগত্রাতা ধরছ নাম , পুণ্য করো মনসকাম সত্য যদি হলে তুমি ,ভবের পাপ-তাপ হারী।। শ্রী চরণের দোহাই ধরে, কান্দিতেছি পায়ে পড়ে তাপি প্রাণ শান্ত কর ,বসিয়ে করুণা বারি।। বড় আশা করি মনে, এসেছিলাম শ্রীচরণে চরণ তরী দান করিয়ে,পার করাবে প্রেমের পাড়ি।। বৃথায় জনম গেল , আয়ু দিবা সন্ধ্যা হল কি করিবে করো দোহাই ,গাউছুল আজম মাইজভান্ডারী।। তোমার দরবার হতে, আমি গেলে শূন্য হাতে হাশরে হইবে বল ,কার নামের কলঙ্ক জারি।। কত পাপী তোমার বরে,পাপমুক্ত গেল তরে কারামুক্ত করো আমায় ,কি ফল দাসেরে মারি।। ক্ষমা করো অপরাধ, পুণ্য করো মন সাধ তুমি বিনা কেবা আছে, করিমেরে লয় উদ্ধারি।। Tumi Natha Priyatama Lyrics

Loke Bole O Bolere Lyrics

Loke Bole O Bolere Lyrics Loke Bole O Bolere Harmonium Tutorial লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার লোকে বলে বলেরে ঘর-বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার।। এ ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখব কোথায় নিয়া রাখব আল্লায় তাই ভাবিয়া কান্দে।। জানত যদি হাসন রাজা বাঁচব কতদিন বানাইত দালান-কোঠা করিয়া রঙিন।। Din Dayamay Dakche Lyrics

Din Dayamay Dakche Lyrics

 Din Dayamay Dakche Lyrics Din Dayamay Dakche Harmonium Tutorial দীন দয়াময় ডাকছে রে ওই এখন ও তুই ওঠেরে জেগে জীবন ব্রতে ব্রতী হয়ে ইস্টপথে চলরে বেগে । বাজারঘুরে বাছতে গুরু নিষ্ঠা গেল জাহান্নামে ভাঙবে কি তোর শঙ্কা মনের হবে কি কিছু লাখ জনমে? বুদ্ধ ইশায় বিভেদ করিস শ্রীচৈতন্য রসূল কৃষ্ণে জীবদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিসনে। সিদ্ধান্তে যে আসতে নারে তড়িৎ চলন বেগে বিবেক-বুদ্ধি খিন্ন তাহার আদর্শ নাই জেগে। নিজের সিদ্ধ না হযে যে লোকে মন্ত্র কয় নিজের করে সর্বনাশ যজমানেরও ক্ষয়।। Din Dayamay Dakche Re Oi দেব দেবতা হাজার ধরিস আচার্য যার ইস্ট নয় স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়।। পুরুষোত্তম আসেন যখন সব গুরুর ই সার্থকতা তাঁকে ধরলে আসে নাকো গুরু ত্যাগের ঘৃণ্যকতা । দ্বন্দ বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিৎ রাগে গুরুর আদেশ পালন যেথায় সেথায় ই তো সিদ্ধি জাগে । Tomar Tore Jay Jodi Lyrics

Tomar Tore Jay Jadi Lyrics

 Tomar Tore Jay Jadi Lyrics Tomar Tore Jay Jodi Harmonium Tutorial তোমার তরে যায় যদি যাক না  জীবন চলে নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে ।। সংসারেরই অনাদরে চলব সদাই তোমায় ধরে আসেই যদি মরণ আসুক নির্ভয় তোমায় পেয়ে।। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে তোমার সেবাই করব আমি সকল জীবনে ।। জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম ত্রাতা সকল ভয়ে সাহস পাব তোমায় ধয়ে সয়ে।। Dil Doriyar Majhe Re Lyrics

Dil Doriyar Majhe Re Bhai Lyrics

 Dil Doriyar Majhe Re Bhai Lyrics Dil Doriyar Majhe Re Harmonium Tutorial দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা ।। দেহের মধ্যে বাড়ি আছে সেই বাড়িতে চোর ঢুকেছে ছয় জনাতে সিঁদ কাটিছে চুরি করে একজনা।। দেহের মধ্যে নদী আছে সেই নদীতে ঢেউ উঠেছে ছয় জনাতে গুণ টানিছে হাল ধরেছে একজনা।। দেহের মধ্যে বাগান আছে সেই বাগানে ফুল ফুটেছে সৌরভে জগত মেতেছে লালনের মন মাতলো না।। Jo Mere Pritam Se Prit Kare Lyrics

Jo Mere Pritam Se Prit Kare Lyrics

 Jo Mere Pritam Se Prit Kare Lyrics Jo Mere Pritam Se Prit Kare Harmonium Tutorial (Jo mere Pritam) - this is common in all lines of this song ..then add ..... Se Prit kre mohe pyara lage ri Ki seba dhare,mohe adhik sukhata lage ri Ki Charanana lage,bohi jagse bhage ri Ka rup nihare,bohi chabi take ri Ka sabda sambhare,bohi gurubar jhake ri Ka sarana sambhare,bohi Ghar jabe ri Ka nam pukare,sohi nij dham sidhare ri Now a full line - Mangal se ho taharna chahe,radhswami Radhaswami gabe ri. Ogo Priya Param Rupe Lyrics

Ogo Priya Param Rupe Lyrics

 Ogo Priya Param Rupe Lyrics Ogo Priya Param Rupe Harmonium Tutorial Ogo Priya Param rupe Tumi asile dharay (Tmr) Charan parash peye Dhara Dhanya hye jay. Manush bhalobesecho kata aghat syecho (Abar) tdr bhalo dekhbe ble byakul hyecho Tmr premer Nadi dukul plabi,dibaratri boye jay. Enam enecho dharay Enam bilale sbay (Abar) dikkha Tari dile Chari ujan boye jay Kata papi tapi namer gune sadhu santa hoye jay. Mora kri prarthana jno tmy bhulina Tmr prathistatei lguk modr Prerna (Abr) tmi thakle sb e thake Se Katha ki Bhola jay. Amar Mayer Paye Joba Hoye Lyrics

Buy Your Favourite Satsang Books