Ami Tomay Daki Bole Lyrics
আমি তোমায় ডাকি বলে এতই অভিমান, দয়াল এতই অভিমান। ডাক দিয়ে ডাক না পায় সাড়া নিজে তখন হই অপমান।। এতই অভিমান।। আমি তোমায় ভালোবাসি, সমাজে হইয়াছি দোষী। চোখের জলে দিবানিশি, ভাবি বসে তুমি মহান, এতই অভিমান।। ভেবেছি আপন অন্তরে , যেজনে ডাকে তোমারে। তারে তুমি রাখো দূরে , কঠিন তোমার পরাণ।। এতই অভিমান।। করবো না আর ডাকাডাকি, চাইবো না আর মেলে আঁখি। সকলি বুঝেছি ফাঁকি, বাকি মাত্র আছে এ প্রাণ। এতই অভিমান।
Comments
Post a Comment