Bajao Nari Bajao Puna Harmonium Tutorial
বাজাও নারী বাজাও পুনঃ তোমার হাতের শঙ্খ। সেই ধ্বনিতে উঠুক বেজে জাতির বিজয়ডনক বাজাও মা তোমার হাতের শঙ্খ।। কন্ঠে তোমার উঠুক বেজে বাঁচা বাড়ার গান সেই সুরেতে উঠুক জেগে নিঝুম জাতির প্রাণ শক্তি ময়ীর অংশি তুমি অযুত তব শক্তি নেত্রী রূপে দাঁড়িয়ে পুনঃ লহ সবার ভক্তি। শ্রেষ্ঠ ছেলের জন্মদানে ভারুক তোমার অংক।। আর্যাবর্তের নারী তুমি নয়কো বিলাস সঙ্গিনী স্বামীর পাশে যুগে যুগে তুমি সহধর্মিনী দেবীরূপে জন্ম তোমার এই ভারতের পড়ে তাইতো তব শ্রেষ্ঠ আসন বিশ্বপিতার পরে তুমি মাগো অভয়ারুপে বাচাও জাতির শঙ্ক।। সীতা সতী দময়ন্তী এই দেশের ই নারী লীলা খনা দুর্গাবতীর এই দেশেতেই বাড়ি এমনতরো আরো অনেক জন্মেছিল হেথায় তাদের স্মৃতি চোখের পড়ে আজও ভেসে বেড়ায় এদের হাতে মুছে ছিল দুঃখ জ্বালা আতঙ্ক ।। বিশ্বের কাছে গল্প যাহা মৃতের জীবন দান তোমরাই তো দেখিয়েছিলে বাঁচিয়ে স্বামীর প্রাণ সাবিত্রী বেহুলা দেখ সাক্ষী আজও তার নয়তো এটা অলীক কথা নিছক কল্পনার সেই দেশেরই নারী তোমরা সইবে কেন কলঙ্ক।। ইস্টতপে সৃষ্টিচ্যুত এই জাতিটার বুকে জীবন জয়ের শাড়ি পড়ে দাড়াও তোমরা রুখে শক্তিদান স্বামীর বুকে মানুষ করো সন্তানে ছো টাও তাদের ধরার বুকে অমৃতের সন্ধানে জয়ের মুকুট পরিয়ে তাদের করে তোল নি সংক।।
Comments
Post a Comment