Bandhur Banka Nayane Harmonium Tutorial
বন্ধুর বাঁকা নয়নে, (আমার) মুর্শিদ বাঁকা নয়নে,
কি মহিনী আছে সইগো কে জানে।। আমার মন প্রাণ হরিয়া নিল রে.... আমার মন প্রান হরিয়া নিল না জানি কোন কারনে, মুর্শিদ না জানি কোন কারণে। সখী গো...ও সখিসবে বলে মুর্শিদ কালো, আমার চোখে লাগে ভালো,
পাগল করলো ঐ রুপেরী বানে।
(তোরা) আমার আঁখি নিয়া দেখনা চাইয়া রে..
আমার আঁখি নিয়া দেখনা চাইয়া,
কি রুপ দেখায় নয়নে।।
সখি কি রুপ দেখায় নয়নে।।
সখী রে.. ও সখিরে
ঐ রুপ যখন মনে পরে, খাঁচার পাখি রয়না ঘরে,
গুরে বেড়ায় বন্ধুয়ার সন্ধানে, ও সখিগো।
আমার মন দিয়া মন না পাইলাম,
কান্দাইলো জীবনে সখি,
কান্দাইলো জীবনে।
সখী রে..ও সখী রে..
ঐ রুপ আমার অমুল্যধন, হীরা কাঞ্চন পরশ রতন,
ভেবেছিলাম চোখের মণি মনে।
দেওয়ান রজ্জব বলে মরণ কালে রে...
দেওয়ান রজ্জব বলে মরণ কালে.
ঐ রুপ যেন পাই সামনে।।
সখি ঐ রুপ যেন পাই সামনে।।
Comments
Post a Comment