Skip to main content

Bhakta Sadhaker Raha Lyrics

 Bhakta Sadhaker  Raha Lyrics

Bhakta Sadhaker Raha Harmonium Tutorial 

Bengali:

ভক্ত সাধকের রহ ভরি প্রাণ

বিশ্ব জনে প্রভু তুমি করো ত্রাণ তুমিতো দয়াল প্রভু সাধনার ধন আমার হিয়াটি ভরে রাখ শ্রীচরণ ।। শয়নে স্বপনে যেন তোমাকেই পাই জাগ্রত হয়ে করি তব সাধনা বাঞ্ছিত বিভু তুমি সদা অনুক্ষণ নিয়ত ধরিয়া থাকো আমার নয়ন।। মোর আশা ভালোবাসা ভক্তি প্রেম তোমারে ঘিরিয়া হোক নিকষিত হেন তোমার সেবাতে হই সকল সাধন সার্থক হোক মোর সব তনুমন ।। ওগো লীলাময় তুমি চির দয়াময় তোমার প্রসাদে হই মোরা নির্ভয় যে তোমারে কৃপা করে হরিবে মরণ তোমার কৃপায় হবে সফল জীবন।। English: Bhakta sadhakera Raha bhori pran Biswa Jane Prabhu Tumi Kara tran Tumi to dayal Prabhu sadhanar dhan Amr hiyati bhore rakho Sri Charan. Sayane swapane jno tomakei pai Jagrata hoye kri tbe Sadhana Banchita Bibhu Tumi sada anukkhan Niyata dhariya thako amr Nayan. Mor asha vlobasa bhakti Prem Tmre ghiriya hok nikasita hen Tmr sebate hoi sakl sadhan Sarthak hok mor sb tnumon. Ogo leelamay tmi chira dayamay Tmr prasade hoi mora nirbhay Je tmare kripa kore horibe Maran Tmr kripay hbe safal Jeevan.

Comments

Popular posts from this blog

Tumi Jemon Kore Chalate Chao Lyrics

Tumi Jemon Kore Chalate Chao Lyrics    Tumi Jemon Kore Harmonium Tutorial Tmi jmn kre chalate Chao chalte pri na Mnr majhe Nitya jge Hajar bahana. Tmr kache peye peye Kate amr Bela Kichui to hay hayna kra sudhui abahela. Tmr chinta kmn kre rakhbe Amy urddhe dhare Ami to hay tmn kre chalte prina. Tmr mnr Mata kre Dayal Amay nao kre Chaluk bisva bhuban jure chaoya haoyar khala. Dhana Dhanya Lyrics

Dhana Dhanya Lyrics

 Dhana Dhanya Lyrics Dhana Dhanya Harmonium Tutorial Bengali: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকেজেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি ...

Praner Thakur Sri Anukul Lyrics

Praner Thakur Sri Anukul Lyrics Praner Thakur Sri Anukul Harmonium Tutorial   প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করবো বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল।। এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুনে কৃপা করে দাও চরণযুগল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ..... হৃদমাঝারে দাঁড়াও এসে ও হরি তোমার পূজা করবো নিষ্ঠা ভক্তি ভরি আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ...... গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভয় মায়াজাল আমার পিঞ্জিরায় ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল.... Hathat Jere Ghor Legeche Lyrics

Buy Your Favourite Satsang Books