Bikat Bhaba Parabarer Harmonium Tutorial
বিকট ভব পারাবারের ওগো কর্ণধার
আমায় প্রভু পার করে দাও তোমায় নমস্কার।। পাপী তাপী দিন অভাজন সাধু পুণ্যবান সমদর্শী সমাদরে সবারে দাও স্থান প্রবৃত্তি জাল ছিন্ন করে দাও এনে নিস্তার প্রতিকূলের হে অনুকূল তোমায় নমস্কার।।Bikat Bhaba Parabarer
স্বস্তি মুখর হই মোরা সব অনুশাসন মেনে
পরম শত্রু হয় আপন বাঁধে আলিঙ্গনে।।
ভবের বাঁধন হয় যে শিথিল তোমার করুণায়
নবীন রাগে জীবনধারা উন্নতিতে ধায়
যে জন করে তোমারে তার পরম জীবন সার
তুমি তারে ধরেই থাকো তোমায় নমস্কার।।
Comments
Post a Comment