Skip to main content

Dharanir Dhuli Pothe Lyrics


                Dharanir dhuli pothe

Lyrics:

English:

Dharanir dhuli pothe se je manik charaye jay
ore ay tora aye.
Niti naba sundar o rupa manohar 
Chandana madhu makha gay.

O rupa nehariya o pada parashiya
Ghuchilo maram jwala.
janam maran byatha 
lokkha juger katha
kalank holo jaytika.
Ore pagla bhola dharay laglo dola
aji shyam elo puna mathuray.

Dukkher dine elo raj adhiraj
Bhay kiba kiba man laj
Janam safal holo
tanu mana talamala
dukkha holo jaymala.
Ore channa chara bhang pashan kara
aji narayan elo mathuray.

Bengali:

ধরণীর ধূলি পথে সে যে মানিক ছড়ায়ে যায়। তোরা আয় ওরে আয়, সে যে মানিক ছড়ায়ে যায়।। নীতি নব সুন্দর, রূপ মনোহর, চন্দন গন্ধ মাখা গায়। ও রূপ নেহারিয়া, ও পদ পরশিয়া ঘুছিল মরম-জ্বালা। জনম সফল হল, তনুমন ঝলমল, দুঃখ হল জয়-মালা। ওরে পাগলা ভোলা, ধরায় লাগলো দোলা, শ্যাম এলো নব মথুরায়।। দুঃখের দিনে এল রাজ অধিরাজ, ভয় কি বা তোর, কি বা মান লাজ। শরম শরম ব্যথা, নিরব বুকের কথা, অসম্মান কালিমা লিখা। মান অভিমান যত, ঘুছিল আঘাত ক্ষত, কলঙ্ক হল জয়টিকা। ওরে ছন্নছাড়া ভাঙ্গ পাষাণ-কারা, নারায়ন এল আঙ্গিনায়। সে যে মানিক ছড়ায়ে যায়।। ।।


Comments

Popular posts from this blog

Tumi Jemon Kore Chalate Chao Lyrics

Tumi Jemon Kore Chalate Chao Lyrics    Tumi Jemon Kore Harmonium Tutorial Tmi jmn kre chalate Chao chalte pri na Mnr majhe Nitya jge Hajar bahana. Tmr kache peye peye Kate amr Bela Kichui to hay hayna kra sudhui abahela. Tmr chinta kmn kre rakhbe Amy urddhe dhare Ami to hay tmn kre chalte prina. Tmr mnr Mata kre Dayal Amay nao kre Chaluk bisva bhuban jure chaoya haoyar khala. Dhana Dhanya Lyrics

Dhana Dhanya Lyrics

 Dhana Dhanya Lyrics Dhana Dhanya Harmonium Tutorial Bengali: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকেজেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি ...

Praner Thakur Sri Anukul Lyrics

Praner Thakur Sri Anukul Lyrics Praner Thakur Sri Anukul Harmonium Tutorial   প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করবো বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল।। এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুনে কৃপা করে দাও চরণযুগল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ..... হৃদমাঝারে দাঁড়াও এসে ও হরি তোমার পূজা করবো নিষ্ঠা ভক্তি ভরি আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ...... গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভয় মায়াজাল আমার পিঞ্জিরায় ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল.... Hathat Jere Ghor Legeche Lyrics

Buy Your Favourite Satsang Books