Eso Patito Paban Harmonium Tutorial
এসো পতিতপাবন গুরুগো ভক্তি মুক্তি করে এসোগো গুরু বসোগো গুরু থাকো হৃদয় পুরে।। অজ্ঞান আঁধার মু চায়ে দাও গো জ্ঞানাঞ্জন কর দান (তোমার) প্রেম পুলকে ভাসাও হৃদয় নাচিয়া উঠুক প্রাণ। তুমি জ্যোতির্ময় রূপে হাস গো হৃদয় আকাশে ভাস গো আজি তোমারি দিন হিন তনয় ডাকিছে আবেগ ভরে।।
Comments
Post a Comment