Hathat Jere Ghor Legeche Lyrics
Hathat Jere Ghor Legeche Harmonium Tutorial
হঠাৎ যেরে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে
(ওরে)প্রাণের মাঝে ঢেউ উঠেছে প্রভুর গানের সুরে।। নিখিল ধরার অধিরাজে পেয়েছি আজ মনের মাঝে (ও তাঁর)বন্দনাতে সকাল সাজে তাই তো ছুটি ওরে আলোর ভালে উজল হল দিশি (ও আজ ) তাঁকে পেয়ে কাটলো মনের আঁধার ভরা নিশি ও আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে।। একটু দিয়ে একটু ধরে রেখে (ওরে) পাওয়া কি আর যায় কি কভু তাকে ও আজ পরম দয়াল ওইতো ব্যাকুল শুধুই মোদের তরে যা আছে সব বিলিয়ে তাঁহার পায় (ওরে) এক লহমায় দেখনা কেমন মুক্তি পাওয়া যায় (ওরে) সকল দিলে সব পাওয়া যায় ওই রাতুল চরণ ধরে।।
Comments
Post a Comment