Jiboner Valota Ki Harmonium Tutorial
Lyrics:
জীবনের ভালোটা কি মন্দ বা কি জানো কি
প্রভুর রাতুল চরণ বিনা এ দুনিয়ায় সব ফাঁকি।।
আপন যাদের ভাবছো মনে কেউ কি যাবে তোমার সনে
সঙ্গ দিতে শেষের দিনে সেই কথাটা ভাবো কি।।
জমালে তো অনেক হবে সেসব কি আর সঙ্গে রবে
কেন আকুল হচ্ছ তবে বোঝো না এ সব মেকি।।
যিনি সবার পরম পিতা যা কিছু পাও সবের দাতা
তিনি সবার পরিত্রাতা এ সার কথা বোঝো কি।।
সবার আপন সেই আপনে ধর পরম আপন জ্ঞানে
সকল চাওয়ার অবসানে উঠুক পরম প্রাপ্তি ঝলকি।।
Comments
Post a Comment