O Mono Re Harmonium Tutorial
ও মনরে .... ওরে চল না পূজি পরমপুরুষে রাখেন তিনি বিনা সাড়াতে নইলে সমন ধরবে যেদিন ডুববি যখন ধরবে কেবারে ধরে রাখবে তখন কে দে ছিড়ে দে ভবের বাঁধন কর এবারে প্রেমের সাধন চল ছুটে যাই প্রভুর দ্বারে।।
O mono re
ও মনরে ..... তোর দীগী তে অতল সায়রে উঠল তুফান ঝড় উঠেছে রে কান্ডারী তোর কোথায় ওরে বাঁচাতে এই প্রলয় ঝড়ে এবার বর্গী রূপে রে।।
O Mono Re
ও মন রে.... ষ ররিপু ধরতে আসে রে গ্রহ তারা রাখবে ধরে কে মুক্তি দেবে ন দয়াল নিজে তিনি পারেন রাখতে সবারে তিনি পরম ত্রাতারে ।। ও মনরে... পাথেয় কর প্রভুর দয়া কে রাখেন তিনি চায় যে জনা তাকে তার শাসনে শমন যাবে আবার মুক্তি আসবে ভবেরে তিনি পরম দাতা রে ||
Comments
Post a Comment