Ogo Sundara Aparupa Priyatama Lyrics
Ogo Sundar Aparupa Harmonium Tutorial
ওগো সুন্দর অপরূপ প্রিয়তম
নমো নমো নমো নমো নমো দয়াল আঁধারের পথে তুমি আলোক মম নমো নমো নমো .. পতিত পাবন তুমি নারায়ন শ্রীমধুসূদন তুমি বিপদভঞ্জন শাশ্বত সনাতন মনোরম নম... জীবনের প্রতিকূলে তুমি অনুকূল সকল ভুলের মাঝে চির নির্ভুল আমার জীবনে তুমি অনুপম নম....... সত্যের শ্রী হরি ট্রেটায় শ্রী রাম দ্বাপরে শ্রীকৃষ্ণ নবঘনশ্যাম কলিতে অনুকূল পুরুষোত্তম নম.... শ্রী গৌরাঙ্গ রূপে তুমি পতিত পাবন শ্রীরামকৃষ্ণ রূপে তুমি নরনারায়ন শ্রী অনুকূল রূপে তুমি পুরুষোত্তম নম.....
Comments
Post a Comment