Pitay Sraddha Maye Tan Harmonium Tutorial
Bande Purushottam×3
Param premamaya Sri Sri Thakur Anukulchandra ji ki ×3
Satsang ki × 3
অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে
পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ
না ধরে প্রেরিতে বর্তমান অন্ধ তম প্রয়াণ ।।
ধর্ম এ সবাই বাঁ চেবারে সম্প্রদায় টা ধর্ম নারে
যজন-যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভিতী
আর্য স্থান পিতৃষ্ঠান উচ্চ সবার পুজ্যা মান।।
ইস্ট নাই নেতা যেই যমের দালাল কিন্তু সেই
এক অাদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ করা
Pitay Sraddha Maye Tan
মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত
মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর
শিক্ষকের নাই ইস্টে টান কে জাগাবে ছাত্র প্রাণ।।
Comments
Post a Comment