Sesher Sedin Bhayankar
ফাঁকি দিয়েই ঘুরিস ভাবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে
কথার তোড়ে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠার ই ঝোঁকে এমনি করেই বেলা গেল সন্ধ্যা ছায়ায় ভরলো ঘর এখনও তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর ।। নিত্য অহংমত্ত যারা গেছে চলে এমন কত কেরদানি তে কাঁপিয়ে ধরা চলতো যারা অবিরত গুরুগিরির মোহে ছুটিস গরুর মতন নিরন্তর তোর খেয়াতে মাঝিই যে নেই শেষের সেদিন ভয়ঙ্কর।। পিছুপিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর হাতটি ধরার থাকবেনা কেউ শেষের সেদিন ভয়ঙ্কর।। ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি বাহার দেখেই ভুলবে বিধি পারবে নাকো ধরতে ফাঁকি সত্তা জুড়ে জাগছে ভাঙ্গন জাগছে যে ওই প্রলয় ঝড় পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর।। ইশের বিশান উঠল বেজে কাল ফনী তোর মাথার পরে মরণ তরে করছে তারা বাঁচবি এবার কেমন করেদ্রোহ লোভের বাধন ছিড়ে ইষ্ট তপে ঝাঁপিয়ে পড়
নইলে গতি কুম্ভীপাকে শেষের সেদিন ভয়ঙ্কর।।
Nice, Go ahead. et the the Supreme Father fulfilled in you.
ReplyDeleteThank You
Delete