Swamir Proti Tukhor Tane Lyrics
Swamir Proti Tukhor Tane Harmonum Tutorial
স্বামীর প্রতি তুখোড় টানে বৃত্তি ভেদী নন্দনায় ছুটছ যখন মেয়ে তুমি পাতিবত্র্য রয় সেথায় । সব প্রবৃত্তি ভেদ করে টান স্বামীতে যেই পড়বে সতী লোকের প্রথম ধাপে তখনই তুমি চড়বে আশা দিও ভরসা দিও সুচারু সুব্যবহার যাতে সবাই উচ্ছলাতে অন্তরে তে তৃপ্তি পায়।। স্বামী ভক্তি রাখতে অটুট ইস্টনিষ্ঠা অন্তরে জেনো মেয়ে ওই তো আসল স্বামী আসে অন্তরে।। ঘরকন্নার প্রতি কাজে দেখলে হিসেব করে কেমন কোথায় কি রাখলে তার নাশ ঘটে না ওরে কেমন করে কি হতে কি বাঁচিয়ে রাখা যায় সুষ্ঠু স্বল্প পুঁজির ভেতর কিবা লাভ কোথায়।। স্বামী-সেবা নাইকো মেয়ের নাইকো সেবার আগ্রহ সুসন্তান হলেও প্রায়ই হয় না জীবন সুবহ ।। যে মেয়েরা স্বামীর নিন্দায় আগুন হয়ে উঠল না ঠিক যেন তার মনেই আছে ব্যতিক্রমী জল্পনা স্বামী ছাড়া যাদের বৃত্তি অন্য পথে ধায় কষ্টের পথে কষ্টই তারা ব্যতিক্রমী ধারা পায়।।
Comments
Post a Comment