Taba Ratul Charan Parashe Lyrics
Taba Ratul Charan Parashe Harmonium Tutorial
১.তব রাতুল চরণ পরশে ধরা আজি হলো মধুময় সুন্দর প্রিয়তম হেরি সূর্য উদয়।। ২.অহং মত্ত পাপ ত্রাস তোমার কৃপায় হলো নাশ আনন্দ জাগে অবিনাশ বহে শান্তির স্নিগ্ধ মলয় ।। ৩.আজি অভিমান হল নিঃশেষ দূর হলো বাসনা ক্লেশ কাটিল হিংশা দ্বেষ বিদূরিত হলো সংশয়।। ৪.তোমারও আসিস লভিয়া তব শুভ গান গাহিয়া প্রাণভরে তোমারে চাহিয়া গাহি প্রভু তব জয়।। ৫.তোমারি প্রাণে অভিসারে লভেছি জীবনে তোমারে স্মৃতিবাহী চির চেতনা রে করিব হে দয়াল উদয়।।
২=৪=৫
১ - totally different
৩ - totally different
Comments
Post a Comment