Timir Rashi Aj Binashi Harmonium Tutorial
তিমির রাশি আজ বিনাশে আনলে পূর্ণিমা
অ্মাতিথির সুপ্রভাতে ওগো বড়মা ।। তোমার চরণ পরশ পেয়ে নিখিল পরান উঠল গেয়ে সে সুর ছড়ায় বাদল বায়ে মহাকাশের সীমা।। করলে সৃজন তাইতো মোরা এলাম ভুবনে রাখ মোদের তাইতো থাকি তোমার প্রসাদ গুনে।। যা আছে আর যাহাই হবে মাগো তুমি আনবে ভবে বাঁচিয়ে রাখো তাইতো আছি পেয়ে তোমার ক্ষমা কেমন করে বোঝাই মাগো তোমার মহিমা।।
Comments
Post a Comment