Tomar Premer Ranga Fage Lyrics
Tomar Premer Ranga Harmonium Tutorial
তোমার প্রেমের রাঙা ফাগে প্রেমের হোলি খেলতে ধাই প্রেম বিহীন শূন্য হৃদে বারেবারেই আঘাত যে পাই ।। তোমার রঙে রঙ মিশিয়ে মনের বসন রাঙাতে চাই অপটু মোর আরাধনায় সে সাধ আজও মেটে নাই।। তোমার সুরে সুর মিলিয়ে মনের বিনা বাজাতে চাই সাধনাহীন মোর সে বীণায় প্রাণের সুরটি ফোটে নাই।। কেমনে আশা করবো পূরণ আমার সে পথ জানা নাই বলে দাওগো প্রভু আমার কি করে প্রেমের বিন বাজাই।।
Comments
Post a Comment