Sadhana Di Biography and Her Payer
আমার ইষ্ট, আমার আদর্শ।
আজ থেকে আমার জীবন তােমার;
তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক,
তােমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হােক,
নারীর নীতিতে তুমি বলেছ—
তুমি কল্যাণীরূপে, সতীরূপে, নারীরূপে
আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও
শপথ করছি—আমার জীবনের প্রতি মুহূর্তে
আমি তােমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব;
Prayer Written by Sadhanadi
তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও—
আমার জীবন আমি তােমায় অর্ঘ্য দিলাম
তুমি উজ্জ্বল হয়ে ওঠ
পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে—
নারী আমি, অমৃতের অধিকারিণী,
আশীর্বাদ কর—যেন এই অফুরন্ত অমৃত দিয়ে-
নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ-অনুপ্রাণ নর কে
আমি অপূর্ব প্রাণন-স্নানে স্নাত করিয়ে
তােমারি দিকে তাকে আরাে এগিয়ে দিতে পারি;
তুমি আমাকে ভালবাসার অধিকারিণী করেছ।
আমি আমার সব ভালবাসা উজাড় করে দিয়ে
তােমাকে স্বতেজোদীপ্ত জীবনময় দেখতে চাই;
তুমি এই শুভক্ষণে আশীর্বাদ কর—
যেন আমি এমনিভাবেই আমার চলায় তােমাকে,
তােমার ইচ্ছাকে মূর্ত করে
তােমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি
আমার অস্তি-বৃদ্ধির পরম উদ্ধাতা—আমার প্রিয়পরম!
জন্ম-জন্মান্তরের বহু তপস্যার ফলে
তােমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে;
সার্থক হয়েছে আমাদের জন্ম,
ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি—তােমার চরণ স্পর্শ করে,
যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি
কত পুণ্যফলে সেই তােমাকে করেছি মূর্ত,
অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান,
দয়াল! কত ভাগ্য আমাদের! প্রিয়তম!
আজ এই শুভক্ষণে তােমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের
তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও,
তােমার ইচ্ছাই পূর্ণ হােক, আর দাও আমাদের সেই প্রেরণা
যা আমাদের সক্ষম করে তুলবে
বাঁচাবাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে
সুপারিপার্শ্বিক আমাদিগকে
তােমার জীবনবৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে;
ওগাে দরদী বন্ধু ! আমার সর্বস্ব ! তুমিই আমার জীবন!
আমি জানি—তােমার মত বন্ধু, তােমার মত প্রিয়
আমার আর কেউ নেই;
তােমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়;
আশীর্বাদ কর দয়াল—আমি যেন মুহূর্তের জন্য ভুলি না—
তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল,
তুমি আমার শ্রেষ্ঠ; তাই প্রার্থনা দাসীর—
তােমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক
তােমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক,
আমার নারীত্ব ধন্য হােক, সার্থক হােক
তােমার নারীর নীতি প্রতিপালনে
ওগাে প্রিয়! রাজাধিরাজ! সম্রাট! তুমি থাকো তুমি বাঁচো
আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক।
স্বস্তি! স্বস্তি! স্বস্তি।
Comments
Post a Comment