প্রভাত যামিনী
উদিত দিনমণি
উষারাণী হাসিমুখে চায় রে
জাগি বিহগ সব
তুলি নানা কলরব
রাধা রাধা রাধাস্বামী গায় রে।।
নবীন বৃন্দাবনে
তুলসী কাননে
ভ্রমরী রাধাস্বামী গায় রে।
সেই সে মধুর গান
বাশিতে তুলিয়ে তান
আপনি যে রাধাস্বামী গায় রে।।
যে-নামে নন্দের কানু
সেধেছিল মােহন বেণু
সেই রাধা রাধা নাম গাও রে।।
আজি মধু জাগরণ
শুন সবে নরগণ
জয় জয় রাধাস্বামী গাও রে।
মথিয়া সকল তন্ত্র
রাধাস্বামী মহামন্ত্র
আদিগুরু জগতে বিলায় রে।।
রাধাস্বামী গুণগানে
আনন্দ বাড়িবে প্রাণে
চরমে পরম গতি হয় রে।।
রােগ-শােক ব্যাধি-জরা
দূরে পালাবে তারা
আনন্দে রাধাস্বামী গাও রে।।
জয় রাধাস্বামী
জয় রাধাস্বামী
জয় জয় রাধাস্বামী গাও রে।।
(শ্রীশ্রীমা)
Comments
Post a Comment