সখি বলিগো তুরে....
আমি যারে ভালো গো বাসি আইনা দাও তারে।
আমি যারে ভালোবাসি....... আইনা দাও তারে।
সখি বলিগো তুরে আমি যারে ভালোবাসি আইনা দাও তারে।
সখিগো সখি...
আমি যার জন্য পাগল হলাম,ছাড়লাম দেশের মায়া।
সখি ছাড়লাম দেশের মায়া।
তারে পাইলে মঙ্গল হইতো,চাইনা কারো দয়া।
সদা মন উচাটন সখি রইতে না ঘরে।
আমি পাগলিনীর মতো হয়ে....
ঘুরি দ্বারে দ্বারে।।
সখিগো সখি...
শুইলে স্বপন দেখি,জাগিয়া না পায়।
সখি জাগিয়া না পাই।।
এই ভাবে সাধের নিশি কান্দিয়া কাটায়।
প্রেম জ্বালা ভীষন জ্বালা জ্বলছে যার অন্তরে।
আমার বন্ধু বিনে সেই জ্বালা......
কে নিভাইতে পারে।।।
সখিগো সখি..
আমার মনে ছিল এইগো আশা,দেখতাম বন্ধুর মুখ।
সখি দেখতাম বন্ধুর মুখ।
পলকে খন্ডিয়া যাইতো, এ জনমের দুখ।
আমি যত আশা করেছিলাম সবি গেল দূরে।
আমি কোন দোষী নয়রে...
সব করে তকদিরে।।।।
Comments
Post a Comment