Ay Chute Ay Ayre Harmonium Tutorial
আয় ছুটে আয় আয়রে তোরা প্রাণের ঠাকুর ডাকছে যেরে যুগ যুগান্তের মুছতে ব্যথা ব্যথা হারি আজ এসেছে রে ।। বন্ধ দুয়ার খোল ওরে খোল বরণ করে তোল ঘরে তোল শঙ্খধ্বনি জয় কলরোল কর নারে সব পরান ভরে ।। আয়নারে সব আয়না ছুটে পড় দয়ালের পায়ে লুটে (তোর) সব মহাপাপ যাবে কেটে সকল দিয়ে পুজলে তাঁরে।। কত লক্ষ যুগের পরে যদি মিলাইলো ঘরে ভুলের বিপাকে পড়ে দিসনা তারে এবার ছেড়ে।। যুগ-যুগান্ত যার লাগিরে কাঙ্গাল হয়ে ধরার পরে আঁকুপাঁকু মরলি ঘরে সেই দয়াল ঠাকুর এসেছে রে।। ভালবাসার কাঙ্গাল সে যে তাই এসেছেন কাঙ্গাল সেজে পেয়ে কাঙ্গাল অধিরাজে আর আমাদের ভাবনা কিরে।। জ্বালরে প্রদীপ শঙ্খ বাজা এলো ঘরে প্রানের রাজা (তোর) সব দেহ মন অর্ঘ্য সাজা তাঁরই পূজার উপচারে।। রক্তরাঙা বুকের ব্যথা লক্ষ যুগের লক্ষ কথা সকল এবার উজার করে পায়ের তলায় লুটিয়ে দেরে।।
Comments
Post a Comment