বার বার কর জোড় কর। সবিনয় করূ পুকার।।
সাধ সংগ মােহি দেও নিত। পরম গুরু দাতার।। ১ ||
কৃপাসিন্ধ সমরথ পুরুষ। আদি অনাদি অপার।।
রাধাস্বামী পরম পিতু। ময় তুম সদা অধার।। ২ ।
রে বার বল জাউ। তনমন ওয়ারী চরণ পর।।
ক্যা মুখ লে ময় গাউ। মেহর করী জস কৃপা কর। ৩
ধন্য ধন্য গুরুদেও । দয়া সিন্ধু পূরণ ধনী।।
নিত্য কর তুম সেও। অচল ভক্তি মােহি দেও প্রভু। ৪||
দীন অধীন অনাথ। হাথ গুহা তুম আন কর।
অব রাখাে নিত সাথ। দীন দয়াল কৃপানিধী।। ৫।
কাম ক্রোধ মদ লােভ। সব বিধি অবগুন হার ম্যয়।।
প্রভু রাখাে মেরী লাজ। তুম দ্বারে অব ম্যয় পড়া।। ৬।
রাধাস্বামী গুরু সমরন্থ। তুম বিন আওরা ন দূসরা।।
অব করাে দয়া পরতকস। তুম দর এতী বিলম্ব কেও৷৷ ৭৷৷
দয়া করাে মেরে সাইয়া। দেও প্রেম কী দাত।
দুখ সুখ কুছ ব্যাপে নহী। ছুটে সব উৎপাত। ৮ ||
Comments
Post a Comment