Bajlo Tomar Alor Benu Harmonium Tutorial
বাজলো তোমার আলোর বেণু
মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বেণু আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিনু মন ।। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বিনায় সে সুর বাজে সেই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।। আজ সমীরন আলোয় পাগল নবীন সুরেরও বিনা আজ শরতে আকাশ বীণায় গানের মালা দিলাম তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমারই বন্দন।।
Comments
Post a Comment