Se Je Chira Jyotirmoy Harmonium Tutorial
সে যে চির জ্যোতির্ময়,চির জ্যোতির্ময়
(ওরে) সকল জনে কয় সে যে চির জ্যোতির্ময় ।। কোন সে পরম শুভক্ষণে এবার হবে তাহার সনে (বলি) আমার পরিচয় ।। আমি সেই আশাতেই আছি কবে পাবো তাহার দেখা উঠবে পরান নাচি (বলি) পথের পানে চেয়ে আমি সেই আশাতেই আছি, কোন সে পরম শুভক্ষনে ,এবার হবে তাহার সনে (বলি) আমার পরিচয় (বলি) কবে হবে পরিচয় ।। দেখা দিলে মোরে আমি চিনে নেব তারে চরণ তাঁহার ধুয়ে দেবো প্রেমের অশ্রুধারে (সুজন) দেখা দিলে মোরে যা আছে মোর বিলিয়ে তাঁহার পায় ঘুচিয়ে দেবো আমার সকল দায় আমার অহংবোধের হবে ছেদন একটি লহমায় তখন যাবেই সকল দায় ভুবন আমার উঠবে তখন হাসি (আহা) নিত্য তখন বাজবে হিয়ায় মধুর মিলন বাঁশি (তখন) ঝংকারিয়া বইবে হিয়ায়(দয়াল), (আমি) তোমায় ভালোবাসি সে যে জ্যোতির্ময় (ওরে) সকল জানে কয় সে যে চির জ্যোতির্ময়।।
Comments
Post a Comment