Bolo Shyam Shyam Harmonium Tutorial
বল শ্যাম শ্যাম শ্যাম বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা ঘুরে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে।। শ্যাম দর্শণ লাগি রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাষান দেখা দেবে নে রাধারে শ্যমে রও নাম নিয়ে যা তার নাম গেয়ে যা।। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়ামন আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বিন্দাবন আর জনমে বনমালী তুমি হইও রাধা রানী পথে পথে কেঁদে ফের তোমারও রাধারো লাগি।।
Comments
Post a Comment