Dagdha Parane Boso Ese Tumi Harmonium Tutorial
দগ্ধ পরানে বসো এসে তুমি দুঃখ কালিমা ঘুছায়ে তব শান্তি কিরণ দিয়ে দাও মোর তপ্ত হৃদয় মুছায়ে ।। তব পূন্য মহিমা ব্যাপ্ত হয়েছে অখিল সংসার ভরিয়া আমি শূন্য হৃদয়ে ছুটিয়াছি শুধু মোক্ষ চরণ স্মরিয়া তুমি কাল করম হন্টা ঘুচাও পাপ পন্থা তব মোক্ষ চরণে লয়ে যাও মোরে বিশ্ব বিপদ ভুলায়ে।। তব অপার মহিমা ছুটিছে সদাই নদনদী কত বন্দরে তড়িৎ এর মত ছুটিতেছে কত সজীব নির্জীব অন্তরে আমি বিপদ সাগরে পড়িয়া মারিগো ডাকিয়া ডাকিয়া তব মোক্ষ চরণে স্থান দাও মোরে দগ্ধ অশ্রু মুছায়ে।।
Comments
Post a Comment