Skip to main content

Dharma Bole Tay Lyrics

 Dharma Bole Tay Lyrics

Dharma Bole Tay Harmonium Tutorial

ধর্ম বলে তায় নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে জীবন দিপ্ত রয় ধর্ম জানিস এক ই হয় পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহরায় অনুষ্ঠান ই বসলো পেয়ে পাওয়া যে গেলো গোল্লায়।। জীবন টা তোর কোলাহল ই হলাহল তো পেছন ধায় কুড়িয়ে নে তুই অমর চলন চল ভেসে চল মলয় বায় জেনে-শুনে-বুঝে চলো কিসে কিবা হয় ওই পথেতে চলতে থাক কর জীবন জয় যা করলে যা বাঁচাবারা সমন্বয়ে বেড়ে যায় তাকে জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় ।। ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে প্রতিস্থাও আসবে তেমনি পারবে নাকো রুখতে তারে জীবনবাদের বাদ নিয়ে তুই অঢেল চলায় চল রে চল অমর জীবন পাওয়ার পথে রাখ নিয়ে তুই কৃতি বল চলবে করবে দেবেও যেমন ইস্টদেবতায় হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়।। Recommending book "Sangeet Grantha" to get perfect lyrics with perfect spellings.

Comments

Popular posts from this blog

Tumi Jemon Kore Chalate Chao Lyrics

Tumi Jemon Kore Chalate Chao Lyrics    Tumi Jemon Kore Harmonium Tutorial Tmi jmn kre chalate Chao chalte pri na Mnr majhe Nitya jge Hajar bahana. Tmr kache peye peye Kate amr Bela Kichui to hay hayna kra sudhui abahela. Tmr chinta kmn kre rakhbe Amy urddhe dhare Ami to hay tmn kre chalte prina. Tmr mnr Mata kre Dayal Amay nao kre Chaluk bisva bhuban jure chaoya haoyar khala. Dhana Dhanya Lyrics

Dhana Dhanya Lyrics

 Dhana Dhanya Lyrics Dhana Dhanya Harmonium Tutorial Bengali: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকেজেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি ...

Praner Thakur Sri Anukul Lyrics

Praner Thakur Sri Anukul Lyrics Praner Thakur Sri Anukul Harmonium Tutorial   প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করবো বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল।। এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুনে কৃপা করে দাও চরণযুগল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ..... হৃদমাঝারে দাঁড়াও এসে ও হরি তোমার পূজা করবো নিষ্ঠা ভক্তি ভরি আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ...... গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভয় মায়াজাল আমার পিঞ্জিরায় ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল.... Hathat Jere Ghor Legeche Lyrics

Buy Your Favourite Satsang Books