Dharma Bole Tay Harmonium Tutorial
ধর্ম বলে তায় নিজের বাঁচা বাড়ায় যাতে অন্যে যোগান পায় অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে ধর্মে জীবন দিপ্ত রয় ধর্ম জানিস এক ই হয় পথ খুঁজে তুই কাল হারালি অনুষ্ঠানের মহরায় অনুষ্ঠান ই বসলো পেয়ে পাওয়া যে গেলো গোল্লায়।। জীবন টা তোর কোলাহল ই হলাহল তো পেছন ধায় কুড়িয়ে নে তুই অমর চলন চল ভেসে চল মলয় বায় জেনে-শুনে-বুঝে চলো কিসে কিবা হয় ওই পথেতে চলতে থাক কর জীবন জয় যা করলে যা বাঁচাবারা সমন্বয়ে বেড়ে যায় তাকে জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় ।। ধর্ম যতই ফুটবে তোমার নিষ্ঠা নীতি ব্যবহারে প্রতিস্থাও আসবে তেমনি পারবে নাকো রুখতে তারে জীবনবাদের বাদ নিয়ে তুই অঢেল চলায় চল রে চল অমর জীবন পাওয়ার পথে রাখ নিয়ে তুই কৃতি বল চলবে করবে দেবেও যেমন ইস্টদেবতায় হবে পাবে থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়।। Recommending book "Sangeet Grantha" to get perfect lyrics with perfect spellings.
Comments
Post a Comment