Tomar Lagi Jege Uthe Harmonium Tutorial
তোমার লাগি জেগে উঠে আমার পরানে সুরগুলি সব ছড়িয়ে গেল সকল ভুবনে ।। ধাইলো তারা দিনে রাতে তোমার পায়ের পরশ পেতে এমনি করেই নিত্য পূজা করি তোমার গানে ।। সারা জীবন চলে এমন আমার সুরের খেলা তোমার পরশ জাগিয়ে তাদের রাখে সকালবেলা।। বাসনা মোর এমনি করে নিত্য তোমার চরণ ধরে পার হব গো ভবসাগর, দয়াল তোমার সনে।।
Comments
Post a Comment