Hori Bolo Ghuche Jabe Harmonium Tutorial
হরি বল খুঁজে যাবে দায় হরিনাম পারের ই উপায় (ওই দেখ) দয়াল কান্ডারি হরি পারের তরী বেয়ে যায় ।। নামে কি যে আছে রস করে মাতাল বিবশ নামে যে মজে সে মজে হয় তার শুষ্ক প্রাণ সরস নামে অসার প্রাণের সাড়া জাগে পাষাণ প্রাণ ও গলে যায় ।। নামে কাটবে মনের গোল ঘুচে যাবে গন্ডগোল এবার দিন থাকিতে বলরে হরেকৃষ্ণ হরিবোল ওই শোন ডাকছেন দয়াল নেচে-গেয়ে হরি বলে ধেয়ে আয়।। এই নাম্ বারেক করে যে সকল বাধন কাটে সে মন পাখি তার সাড়া পেয়ে বেড়ায় আকাশে নামে সজল আঁখি উজল আলো মন প্রাণ কেড়ে নেয়।। জপ জপ অবিরাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নাম বড়ই প্রাণারাম নামে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয়।।
Comments
Post a Comment