Jiban Nath Oi Aj Esechen Lyrics
Jiban Nath Oi Aj Esechen Harmonium Tutorial
জীবন নাথ ওই আজ এসেছেন তোদের দুয়ারে (ওরে তোরা) আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে ।। প্রবৃত্তিরই আগল টুটি ধর দয়ালের চরণ দুটি (ওরে তোরা) তাঁরই সেবায় ওঠনা ফুটি, সার্থকতায় ওরে।। (ওই দেখ )জীবন নাথ আজ ..... ওরে উঠুক না ঝড় আসুক তুফান, চল ছুটে চল তোদের বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে (দেখ ওই) জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে ।। লাগ ওরে লাগনা ত্বরা সকল বাঁধার বাঁধন ওরা ওরে তাঁরে পাওয়ার মধ্যে তোরা হ গতিশীল ওরে (ওই দেখ) জীবন নাথ.....।।
Comments
Post a Comment