Jodi Manush Hoye Thako Lyrics
যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও জগতের কল্যাণে ইস্টের ইপ্সিত সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতা ও ।। কান পেতে শোনো ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেয়ে ফেলেছে নিমেষেই লয় হবে সব রসাতলে যাবে প্রলয়ের সংকেত বেজেছে পারো তো এখনই ঘরো উঠে পড়ে লেগে পড়।। সৎ মন্ত্রে নাও দীক্ষা.... যজন যাজন ইষ্টভৃতি স্বস্তয়নি সদাচার বাঁচাবারার এই মন্ত্র নিয়ে সতনাম জপো বারবার।। শ্রী শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে ফাকিতে করলে কাজ কাজেতে পড়বে বাজ তখন সময় নাহি পাবে জনম সফল করো ইস্ট এর পথ ধর ।। সৎ মন্ত্রে নাও দীক্ষা...
Comments
Post a Comment