Joy De Joy De Sri Anukuler Joy Lyrics
Joy De Joy De Harmonium Tutorial
জয় দে জয় দে শ্রী অনুকূল এর জয়
জয় দে জয় দে শ্রী বড়মা এর জয় জয় দে জয় দে শ্রী বড়দা জয় ।। জয় দে জয় দে শ্রী ঠাকুরের জয় জয় দে জয় দে শ্রী বড়মা এর জয় জয় দে জয় দে শ্রী বড়দা জয় ।। তোমার মত দয়াল আর নাই কো ত্রিভুবনে তাইতো জানাই মনের কথা শুধু তোমার সনে সুখ শান্তি খুঁজে পেলাম তোমার কাছে এসে দয়াল তুমি থেকো সদা ভক্ত জানার পাশে দুঃখ জ্বালা ঘুচাইলে তুমি দয়াময় জয় দে জয় দে শ্রী বড়দার জয় ।। শান্তিদাতা পরম পিতা বলে তোমায় ডাকে জগদ্ধাত্রী বড়মা যে সদাই তোমার সাথে অসীম করুণা তোমার পুরুষোত্তমম কেহ ডাকে আল্লা বলে কেহ ভগবান অগতির গতি তুমি ওগো প্রেমময় জয় দে জয় দে শ্রী বড়দার জয় ।।
Comments
Post a Comment