Kan Pete Son Harmonium Tutorial
কান পেতে শোন ডাক এসেছে আয় রে তোরা আয় রে আয়
আর কতকাল থাকবি দূরে বেলা যে তোর বোয়ে যায়। ওই জীবন নথে ভুবন ভরে ডাক দিয়ে যায় ঘরে ঘরে ওরে বরণ করে নে তাঁহার এমন সুযোগ কে হারায়।। ওরে ভ্রান্ত যারা ব্যথিত যারা,আর্ত যারা নয়ন খোল ওই মুক্তি বিলান দয়াল ঠাকুর,শুনিস নাকি কলারোল ? তাঁর কৃপাতে সবাই ভাবে জাগবে বাঁচার মহোৎসবে তরবে সবাই তাঁরে লভি কাটিয়ে সকল বেদনা।। ওরে দেখনা নয়ন ভরি, আজ মরণ তারণ নাম বিলিয়ে বেড়ান দয়াল হরি আর ভয় কি মোর করি? এবার মরঞ্জয়ী নাম বিলিয়ে করবো আপন সব অরি দয়াল ঠাকুর সঙ্গে আছেন উঠুক তুফান ভারী নামের তরী ভাসিয়ে মোরা দেবই দেবো পারি।। আয় রে তোরা আয় রে ছুটে, পড় দয়ালের পায়ে লুটে দ্যাখ চেয়ে তাঁর নামের তরী তরতরিয়ে ভেসে যায় সময় বয়ে যায় রে সবায়, সময় বয়ে যায়, আয় রে ছুটে আয় রে সবাই মুক্তি পাবি রাতুল পায়।।
Comments
Post a Comment