Ki Kore Manush Hobo Harmonium Tutorial
কি করে মানুষ হবো দাও গুরু আমাকে বলে নিজের দোষে দয়াল ভাসি আমি আজ অকূলে।। কে আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আসা এই ভবে সে কথা ভাবিনি দয়াময় বন্দি সদা আমি মায়ার জালে ।। জীবনটা গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন মজলো না যে নামেতে যত পাপ হরে মানব জনম আমার যায় বিফলে।। তুমি যারে কৃপা করো ভবনদী সে হয় পার তব লীলা প্রচারিতে গুরু এসেছ ধরাতে বারবার বিশ্বজিতের(বিশ্বজিতের বদলে সবাই সবার নিজের নাম ব্যবহার করবেন - *বুঝতে হলে video ta puro dekhbn) কত দুঃখ আর এ কপালে।।
Comments
Post a Comment