Tumi Banchite Sekhale Harmonium Tutorial
তুমি বাঁচিতে শেখালে আমারে বুঝি ব্যথা ভার যা ছিল আমার আলোকে ভরিলে আঁধারে।। আমি অজ্ঞানই দীন অভাজন নাথের মহিমা বুঝিনি কখন সেখানে যতনে শেখার সাধন ঘুচালে সকল বাধা রে ।।
Tumi Banchite Sekhale
কত দয়া তুমি করেছো আমারে
কেমনে কহিবো স্বামী
কি দিলে আমারে কেমনে তাহারে
ব্যক্ত করিব আমি ।।
দিলেগো ভক্তি দিলে বরাভয়
শেখালে চলিতে কল্যাণময়
হয়ে অনুগত চিরনির্ভয়
আশ্রয় করি তোমারে ।।
Comments
Post a Comment