Lekha Paray Dara Holei Harmonium Tutorial
লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না
অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয়না ।। শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। বই পড়ে তুই হোলি যে বই বইয়ের নিদান ধরলি না ধরে করে না চললে কি জাগবে বোধের নিশানা।। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণই বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার।। থাকলে ছাত্রের ঈস্টে টান তবেই জাগে করার প্রাণ শিক্ষকের নাই ইস্ট এ টান কে জাগাবে ছাত্র প্রাণ বিদ্যালয় ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সিষ্ট স্বভাব হয় না।। গুরু যদি অপমান করেন বারেই শিষ্যের মান তারণ পিরণ ভার্তসনায় হয় জ্ঞানেই অভিযান ভুল করে যে খাইনি ধমক পাইনি কোন লাঞ্ছনা ভুল তাহারে ভুলিয়ে নিয়ে করেই জ্ঞানে বঞ্চনা অনুকম্পাই বোধের বাহক বোধ ই অনে জানা এমন আবেগ নাই যেখানে জ্ঞান সেখানে কানা।।
Comments
Post a Comment