Ogo Sundar Chira Manohar Lyrics
ওগো সুন্দর চির মনোহর ভুবনেশ্বর স্বামী
তুমি অসীমের সীমা ছাড়াযে রয়েছ
(তব)স্বরূপ বুঝিনা আমি ।।
যুগযুগ ধরে ওগো প্রাণভরে
এস এস বলে ডাকি যে তোমারে
(আজি) আসিলে দয়াল প্রভু কৃপা করে
কাটিল আঁধার যামী ।।
তুমি আসিলেগো
কৃপা করে ত্রান বিলাতে
এবার তুমি আসিলে গো
মোদের মাঝে আসিলেগো
প্রেমের মন্ত্রের সঞ্জীবিতে মোদের মাঝে আসিলেগো
এবার মোদের উদ্ধারিতে মোদের মাঝে আসিলেগো
কৃপা করে ত্রান বিলাতে
এবার তুমি আসিলে গো ।।
মোদের বাঁচাতে এসেছ ধরায়
পাপ সন্তাপ আজি দূরে ধায়
মায়া মোহ পাপ নাশিয়া হেলায় বাঁচালে দয়াল তুমি
তুমি না রাখিলে কে আছে কাহার
তোমা বিনা সবই হয় যে অ সার
তোমায় পুজিতে শক্তি অপার রহে যেন দিন জামি অন্তর মাঝে রহ গো সদাই ওগো সুন্দর স্বামী।।
Thank you so much for the lyrics keep making lyrics of thakur jis song
ReplyDelete