Porer Jayga Porer Jomi Harmonium Tutorial
পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই আমিতো সেই ঘরের মালিক নই ।। ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি/দারি আমি পাইনা জমিদারের দেখা মনের দুঃখ কারে কই।। জমিদারের ইচ্ছেমতো দেইনা জমি চাষ তাইতো ফসল ফলে না রে দুঃখ বার মাস খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম আমি চলি যে তার মন জোগাইয়া দাখিলে মেলে না সই।।
Comments
Post a Comment