Skip to main content

Priya Amar Prana Amar Lyrics

Priya Amar Prana Amar Lyrics 

Priya Amar Prana Amar Harmonium Tutorial


Lyrics :


Bengali:

প্রিয় আমার প্রাণ আমার শাশ্বত নিরুপম ওগো কল্যাণ আনন্দ রসঘন দয়াল পূরণ পুরুষ নম নম।।। যে জন তোমার হয় সব তার মধুময় শান্তি স্বস্তি তার চির অক্ষয় অগতির গতি প্রভু অনুপম তোমার পথে তে চলিয়া তব শুভ নাম বলিয়া সব বাধা পায় দলিয়াস্বার্থ কতায় কাটে যে মিথ্যা ভ্রম। পাপ তাপ দ্বেষ ভয় নিমেষে হলো যে লয় তব শ্রীচরণ আশ্রয় কৃতার্থতায় ভরিল জীবন মম তোমারেই শুধু চাহিয়া তব শুভ নাম গাহিয়া মুক্তি সুধার প্রসাদে মগ্ন হিয়া দীপ্তি তোমার অযুত সূর্য সম।

English:

Priya amr prana amar
Saswata nirupama
ogo kalyan anondo rasaghana
Dayal puran purusha nama nama.

Je jon tmr hay sab tar madhumay
Shanti swasti tar chiro akkhay
Agatir goti prabhu anupam
Tomar pothete choliya
Taba subha nam boliya
sab badha pay doliya swartha
katay kate je mithya bhram.

Pap tap dwesh bhay
Nimeshe holo je lay
Taba sricharan ashray
kritarthatay bhorilo jibon mama
tomarei sudhu chahiya
taba subha nam gahiya
mukti sudhar prasade magna hiya
dipti tomar ajut surya sama.

Comments

Popular posts from this blog

Tumi Jemon Kore Chalate Chao Lyrics

Tumi Jemon Kore Chalate Chao Lyrics    Tumi Jemon Kore Harmonium Tutorial Tmi jmn kre chalate Chao chalte pri na Mnr majhe Nitya jge Hajar bahana. Tmr kache peye peye Kate amr Bela Kichui to hay hayna kra sudhui abahela. Tmr chinta kmn kre rakhbe Amy urddhe dhare Ami to hay tmn kre chalte prina. Tmr mnr Mata kre Dayal Amay nao kre Chaluk bisva bhuban jure chaoya haoyar khala. Dhana Dhanya Lyrics

Dhana Dhanya Lyrics

 Dhana Dhanya Lyrics Dhana Dhanya Harmonium Tutorial Bengali: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকেজেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা শাখি ...

Praner Thakur Sri Anukul Lyrics

Praner Thakur Sri Anukul Lyrics Praner Thakur Sri Anukul Harmonium Tutorial   প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করবো বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল।। এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুনে কৃপা করে দাও চরণযুগল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ..... হৃদমাঝারে দাঁড়াও এসে ও হরি তোমার পূজা করবো নিষ্ঠা ভক্তি ভরি আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ...... গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভয় মায়াজাল আমার পিঞ্জিরায় ওই পাখিটি আজ হয়েছে ব্যাকুল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল.... Hathat Jere Ghor Legeche Lyrics

Buy Your Favourite Satsang Books