Tomar Sebay Haygo Jodi Harmonium Tutorial
তোমার সেবাই হয় গো যদি মোদের পরম সাধনা মোদের জীবন হতে ভয়ে পালাবে কাটবে সকল বেদনা ।। তুমি ছাড়া কে আর কবে শান্তি-স্বস্তি বিলায় ভবে ভালোবাসায় পূর্ণ হবে জাগবে প্রাণের বধ না।। মোদেরর মতো আতুর জনে অযোগ্য সব দিন হীনে ( তুমি) সকল জনায় কাছে টেনে দাও শিষ্ট বোধনা।। প্রীয় পরম দয়াল তুমি ওগো প্রভু জগৎ স্বামী (ওগো)তোমার পায়ে পরি জানাই আমি হিয়াতে দাও সমবেদনা।। দয়াল আমার .....প্রাণের ঠাকুর আমার ।। তোমার রাতুল চরণ ধরে, মায়ার সাগর যাব তরে নাওগো সবায় যোগ্য করে ,জাগাও পরম চেতনা।।
Pravuji Tune Kaisa Raas Lyrics
Comments
Post a Comment