Tomar Tore Jay Jodi Harmonium Tutorial
তোমার তরে যায় যদি যাক না জীবন চলে নিত্য আমার চিত্ত রবে চরণ শতদলে ।। সংসারেরই অনাদরে চলব সদাই তোমায় ধরে আসেই যদি মরণ আসুক নির্ভয় তোমায় পেয়ে।। তুমি যা চাও ঘটে তো তাই বিশ্বভুবনে তোমার সেবাই করব আমি সকল জীবনে ।। জানি তুমি পরম পিতা তুমি দয়াল পরম ত্রাতা সকল ভয়ে সাহস পাব তোমায় ধয়ে সয়ে।।
Comments
Post a Comment