Tomra Ista Mantra Chero Na Harmonium Tutorial
তোমরা ইষ্টমন্ত্র ছেড়ো না গুরু ভুলো না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু (গুরুদেব মহেশ্বর)/(তাও কি তোমরা জানো না) গুরু ভুলনা।। গুরুর কথা চমৎকার ও তার লীলা বোঝা ভার যুগে যুগে আসেন তারা মানুষ অবতার তাই দেশের মানুষ করে কত অপমান আর লাঞ্ছনা গুরু ভুলনা ।। গুরু দিয়েছেন বিধান তিনটি (অবদান)/(উপাদান) যজন যাজন ইষ্টভৃতি সকল সমাধান (ও তার) ভক্তি নিষ্ঠা ভালোবাসায় কররে ও তার সাধনা।।
Comments
Post a Comment