Written by - Achayadeb Sri Sri Dada
Tumi Bhoriya Rekhecho Harmonium Tutorial
তুমি ভরিয়া রেখেছো তনুমন তুমি ছাড়া তাই কেহ মোর নাই তোমারেই করি আরাধন ।। তোমারি ছবি জাগে অম্বরে তব নাম জপে তটিনী সুরে তোমারি আলোক ছড়ায় ভুবনে সারাবেলা ধরিয়া তপন ।। আকাশের তারা তব নাম গেয়ে সারা নিশি ধরি ওই অম্বরে অপলকে তোমারি রয় যে চেয়ে গন্ধ ছড়ায় সমিরন ।। তোমার বাঁশির সুর ঝংকারে ভরিয়া রেখো সদাই আমারে তোমার পূজায় যেন দিন যায় সার্থক হয় গো জীবন ।।
Comments
Post a Comment