Utho Jago Harmonium Tutorial
ওঠো জাগো উজ্জ্বল নিঃশঙ্ক
শোনো জয় ডঙ্কায় আজি মুখরিত জীবনের সামগান জাগো নির্ভীক দেখো দশদিক ঝংকৃত করে বাজে ওই জয় গান আজি মুক্তির ডাক এলো পাবে পাবে ত্রাণ ।। নাই নাই রাত্রি রে অবোধ যাত্রী দুঃসহ দুর্দিন চির অবসান নামগান মন্ত্রি ত নব জয়যাত্রায় দেখ শুরু হল আজি জয় অভিযান ওই পুরুষোত্তম জয় অভিযান।। আয় ছুটে আয় আয় মুক্তির রথ ধায় সারথি এলেন ফিরে উঠে জয় গান অন্তিম তন্দ্রার চিরঅবসানে আজি মুছে গেল সব শোক, দুঃখ, অপমান দেখ শুরু হল আজি জয় অভিযান ।। শঙ্কা র বিভীষিকা হবে হবে লুপ্ত অনুরাগে ফুল্ল ব্যথাতুর ক্ষুব্ধ রাত্রির অবসানে যাত্রীরা জয় গানে এই মহাযা ত্রায় কর যোগদান দেখ শুরু হল আজি জয় অভিযান ।।
Comments
Post a Comment