Poem of Acharyadeb Sri Sri Dada
সাগর দেখেছাে? স্নেহের সাগর? সুনীল জলধিরাশি,
স্থির-চঞ্চল কল উচ্ছ্বাসে দিগন্তে প্রসারিত,
অতল গভীর গহিন বিশাল, উৰ্ম্মিমুখর হাসি,
চকিত স্পর্শে জড় সুকঠিন পাষাণ উনূলিত;
মহা গম্ভীর, মৰ্ম্মরময়ী, মায়া-মেঘ-মেদুরতা
ঊষর মরুর কঠিন বক্ষে সজল বর্ষণে
সহসা আনিয়া দেয় কোথা হতে প্রাণময় সরসতা,
শ্যাম সমারােহ মুখ তুলে চায় বিহগের কলগানে।
দেখােনি তােমরা? আমি তাে দেখেছি তাহার আঁখির মাঝে
সুবিপুল স্নেহ; অসীম ব্যাপ্তি, আয়ুদ প্রসন্নতা;
বিশ্বজননী চরণপ্রান্তে আশ্রয় যেই যাচে,
আশ্রয় পায়, আশ্বাস পায়, মেটে তার সব ক্ষুধা।
দুদিনের লীলা সাঙ্গ করিয়া ফিরি আপনার দেশে
আজো পিতামহী আশিস ছড়ান গ্রহতারকায় হেসে।
(জয়তু জননী মে, পৃঃ ২০)
Comments
Post a Comment